WEATHER

সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত রাজ্যের সর্বত্র, নিম্নচাপের পূর্বাভাস

জাতীয় রাজ্য কলকাতা

বর্ষা প্রবেশ করেছে কেরালায়। ২০০৯ সালের পর চলতি বছর নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। রবিবার থেকে আগামী সপ্তাহের শেষ পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টি হবে। আগামী ২৭মে নাগাদ পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও পূর্ব বর্ধমানে বৃষ্টির পরিমান একটু বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই জেলা গুলিতে দমকা হায়ার দাপট থাকবে। হওয়ার গতিবেগ হবে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। ২৮ মে থেকে বাড়বে বৃষ্টির পরিমান। উত্তর বঙ্গোপসাগরে নিম্নিচাপের কারণে ভারুই থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ২৮ থেকে ৩০ মে পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে তাপমাত্রা কমবে।  
দক্ষিণ বঙ্গের মত উত্তরের জেলা গুলিতেও। মালদা ও দুই দিনাজপুর সহ সংলগ্ন জেলা গুলিতে ঝোড়ো হাওয়া সাথে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে।  নিন্মচাপের প্রভাবে বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। কোচবিহার, জলপাইগুড়ি ও কালিংপঙ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে।  

Comments :0

Login to leave a comment