স্মৃতি মান্ধানা রেকর্ড গড়লেন। রেকর্ড গড়ল ভারতও। এই প্রথম মহিলা একদিনের ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে ৩৩০ রান উঠল।
রবিবার ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ভারতের হয়ে ওপেনিং করতে নামে স্মৃতি মান্ধানা ও প্রতিকা রাওয়াল জুটি। প্রতিকা ৬৯ বলে ৫১ রান করে। ৯৫ বলে ৭৫ রান করে আউট হন তিনি।
গত তিন ম্যাচে রান পাননি স্মৃতি মান্ধানা। এদিন ৪৬ বলে ৫০ রান করেন তিনি। ৬৬ বলে ৮০ রান করে আউট হন এই ব্যাটার।
২৪.২ ওভারে স্মৃতি ও প্রতিকার জুটি ১৫৫ রান করে। স্মৃতি একটি ক্যালেন্ডার বর্ষে হাজার রান করলেন। কনিষ্ঠতম মহিলা ব্যাটার হিসেবে দ্রুততম ৫ হাজার রান সম্পূর্ণ করেন তিনি।
ভারতীয় মহিলা দল এই দিন ৩৩০ রানের টার্গেট দিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়ল।
ভারতের করার রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৩ উইকেটের বিনিময় ২০২ রান করেছে ৩১ ওভারের শেষে।
woman world cup
রেকর্ড স্মৃতির, বিশ্বরেকর্ড ভারতেরও

×
Comments :0