একদিনের ক্রিকেটে নিজের ৩৩ তম শতরান করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে ১০৫ বলে শতরান করলেন রোহিত শর্মা। তার সাথে নিজের খেলোয়ার জীবনের ৩৩ তম শতরান করে ফেললেন একদিনের ম্যাচে।
এবারের অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই। চলতি সিরিজের প্রথম ম্যাচে দুজনই ব্যর্থ হয়েছিলেন। পরপর দুই ম্যাচে শূন্য করে বিরাট। এদিন ৫৬ বলে তিনি কেরিয়ারের ৭৫তম অর্ধশত রান করেন বিরাট।
এদিন ভারতের প্রথম উইকেটের পতন হয়েছিল ৬৯ রানে। ২৪ রান করে হ্যাজেলউডের বলে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান অধিনায়ক শুভমন গিল। তবে ভারতের এতে কোনও অসুবিধা হয়নি। এরপর চলল রোহিত-বিরাট খেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
এদিন বল হাতে দাপট দেখায় হর্ষিত রানা। তিনি ৮.৪ ওভারে ৩৯ রানে চার উইকেট নিয়ে ভাঙেন অজি ব্যাটিংয়ের মেরুদণ্ড। পুরো ৫০ ওভারও খেলতে পারল না ব্যাগি গ্রিনরা। ৪৬.৪ ওভারে ২৩৬ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
India Australia series
একদিনের সিরিজের শেষ ম্যাচে জয়ী ভারত
×
Comments :0