ভারত এবং শ্রীলঙ্কায় যৌথ ভাবে আয়োজন করবে ২০২৬ এর টি ২০ বিশ্বকাপ (পুরুষ)। অধিকাংশ খেলার ভারতে হলেও পাকিস্তানের খেলা গুলি শ্রীলংকার হবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য। এছাড়াও এবার গ্রুপে তালিকাতে ভারত ও পাকিস্তান আলাদা গ্রুপে রয়েছে। আইসিসি ২০ বিশ্বকাপে ২০টি দল থাকবে যাদেরকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে।
গ্রুপ এ-তে রয়েছে ভারত, ইংল্যান্ড, নামিবিয়া, আয়ারল্যান্ড ও কানাডা। গ্রুপ ব্রি-তে রয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, নেদারল্যান্ড, ইতালি ও জিম্বাবুয়ে। গ্রুপ সি-তে রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, আমেরিকা, ও ওমান। গ্রুপ ডি-তে রয়েছে নেপাল, আফগানিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও সংযুক্ত আরব আমিরশাহি।
এই চারটি গ্রুপের থেকে সেরা দুটি করে দলকে বেছে নিয়ে খেলা হবে কোয়াটার ফাইনাল। তারপর সেমিফাইনাল ও ফাইনাল।
আইসিসি জানিয়েছে আগামী বছর ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি ২০ বিশ্বকাপ। ফাইনাল ৮ মার্চ। ফাইনাল ম্যাচ হবে ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কিন্তু যদি কোন ভাবে পাকিস্তান ফাইনালে পৌঁছে যায় তাহলে এই খেলারটি আহমেদাবাদের পরিবর্তে কলম্বোয় খেলা হবে।
ভারত ও শ্রীলংকা আয়োজক দেশ হিসাবে টুর্নামেন্ট খেলার যোগ্যতা অর্জন করেছে। এছাড়া ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপের ভালো পারফরমেন্সের জন্য কোয়ালিফাই করেছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি টি ২০ দলের রেকিং নিয়ে ভালো স্থানে থাকায় কোয়ালিফাই করেছে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান। এছাড়া স্থানীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলে কোয়ালিফাই করেছে ক্যানাডা, ইতালি, নেদারল্যান্ড, নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরশাহি, নামিবিয়া ও জিম্বাবুয়ে।
T20 World Cup
ঘোষিত হলো আইসিসি টি ২০ বিশ্বকাপের সূচি
×
Comments :0