Super Cup 2025

অধরা মাধুরির স্পর্শে আজ অভিযান শুরু বাগানের

খেলা

 ট্রফির ক্যাবিনেট প্রায় পূর্ণ মোহনবাগানের। দেশের সমস্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস রয়েছে ১৩৬ বছরের পুরানো ক্লাবের। মোহনবাগানের ট্রফি ক্যাবিনেটে নেই শুধু সুপার কাপ। অধরা মাধুরি স্পর্শের লক্ষ্যে শনিবার অভিযান শুরু করছে সবুজ মেরুন। প্রথম ম্যাচেই তাঁদের প্রতিপক্ষ বিদেশিহীন চেন্নাইন এফসি। ১৮ অক্টোবর আইএফএ শিল্ড জিতেছিল তারা। এক সপ্তাহের মধ্যে সুপার কাপের প্রথম ম্যাচ খেলতে নামছেন রবসন রবিনহো, জেমি ম্যাকলারেনরা। 
এদিন সাংবাদিক সম্মেলনে মোলিনা বললেন, ‘শিল্ডে টানা তিনটি ম্যাচ খেলায় আমাদের ফিটনেসে অনেকটাই উন্নতি হয়েছে। যা আমাদের সুপার কাপের প্রস্তুতিতে সাহায্য করেছে। মরশুমের শুরুটা ভালো না হলেও শিল্ড জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। প্রস্তুতি ভালোই হয়েছে। দলে কোনও চোট-আঘাত নেই। আমরা সুপার কাপে ভালো ফলাফল করতে মরিয়া।’ তাঁর আরও সংযোজন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের আক্রমণভাগ ও রক্ষণভাগের মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং সবরকমভাবে দলকে প্রস্তুত করে তোলা। শুধু গোল করাই নয়, গোল হজম যাতে করতে না হয়, সেদিকেই সতর্ক থাকতে হবে।’ বিদেশিহীন দল চেন্নাই। মোলিনা উত্তর, ‘বিদেশি নেই তো কী হয়েছে। ওদের দলে ভালো মানের ফুটবলাররা রয়েছে। যথেষ্ট শক্তিশালী দল। চেন্নাইকে হারাতে হলে আমাদের সেরাটা দিতেই হবে।’ 
বৃহস্পতিবার দুপুরে গোয়ায় পৌঁছেছে মোহনবাগান। ওইদিন বিকেলে হোটেলেই ছিলেন বাগান ফুটবলাররা। এদিন গোয়ার মাঠে প্র্যাকটিস করেছে তারা। মোলিনার অনুশীলন দেখে বোঝার উপায় নেই প্রথম একাদশ কী হবে! সবসময়ই ধোঁয়াশা রাখেন। ম্যাচের দিন চমক দেন। চেন্নাইনের বিরুদ্ধে শুরু থেকে ক’জন বিদেশি খেলাবেন তিনি? চার বিদেশি খেলাতে পারেন। কারণ, বাকি দলগুলির তুলনায় মোহনবাগানের ভারতীয় ফুটবলাররা ভালো। রক্ষণে টম-আলবার্তোর জুটি ভাঙবেন না, এটা একপ্রকার নিশ্চিত। আক্রমণভাগেই রয়েছে চার বিদেশি। কামিন্স-ম্যাকলারেনের শুরু করার সম্ভাবনা বেশি। এদিন মূলত শুটিং প্র্যাকটিসের উপর জোর দিলেন মোলিনা। সেখানে দূরপাল্লার শটে বেশ কিছু দর্শনীয় গোল করলেন অনিরুদ্ধ থাপা ও লিস্টন কোলাসোরা। 
অন্যদিকে, চেন্নাইনের কোচ ক্লিফোর্ড মিরান্ডা। তিনি জুয়ান ফেরান্ডো ও হাবাসের সময় বাগানের সহকারী কোচ ছিলেন। ফলে মোহনবাগানের ফুটবলারদের হাতের তালুর মতো চেনেন। তাঁরা শক্তি-দুর্বলতা সবই ক্লিফোর্ডের নখদর্পণে। ফারুখ চৌধুরি, প্রীতম কোটাল, মান্দার রাও দেশাইরা চাপে ফেলে দিতে পারে মোহনবাগানকে। মিরান্ডার কথায়, ‘আমরা দীর্ঘ কয়েকমাস অনুশীলন করিনি। প্রায় পাঁচ মাস মতো। এই কয়েকদিনের অনুশীলনে যতটা সম্ভব নিজেদের প্রস্তুত করার চেষ্টা করেছি। তবে আমরা নিজেদের সেরাটা উজাড় করে দেব।’ 
মোহনবাগান: চেন্নাইন এফসি
(ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে সাতটা)
সরাসরি স্টার স্পোর্টস, হটস্টার
 

Comments :0

Login to leave a comment