ACL 2 PRELIMINARY ROUND

এসিএল ২-র যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে এফসি গোয়া

খেলা

আগামী শুক্রবার ১৫আগস্ট এসিএল ২ বা ACL ২ ( এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২ ) -র গ্ৰুপ বিভাজন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কোন দল কোন গ্রুপে কার বিরুদ্ধে খেলবে তা নির্ধারিত হবে সেদিনই। তবে তার আগেই আগামী বুধবার ১৩তারিখ গোয়ার ফতরদা স্টেডিয়ামে মুখোমুখি হবে এফসি গোয়া এবং আল সিব। নিয়ামানুযায়ী সুপার কাপের চ্যাম্পিয়ন দল এসিএল ২-র যোগ্যতা অর্জন ম্যাচে সুযোগ পায়। এই বছর জামশেদপুরকে হারিয়ে সুপার কাপে জায়গা করে নিয়েছে মানালোর গোয়া দল। তাদের প্রতিপক্ষ ওমানের দল আল সিব । মোট চারবারের ওমান লিগ চ্যাম্পিয়ন এই দল ২০২২ সালে এএফসি কাপ জিতেছিল। বেশিরভাগই জাতীয় দলের খেলোয়ারদের নিয়ে গঠিত এই দল। ফলে ম্যাচটা বেশ কঠিন হতে চলেছে মানালোর জন্য। এই মরশুমে আইএসএল কবে শুরু হবে তার ব্যাপারে এখনও কোনো হদিশ মেলেনি। সেপ্টেম্বর থেকে সুপার কাপ শুরু হতে পারে। তবে এসিএল ২ এ খেলা মোহনবাগান ও এফসি গোয়ার কাছে এই প্রতিযোগিতার গুরুত্ব অনেকাংশেই বেশি। ফলে এই ম্যাচ জিততে বিশেষ পরিকল্পনার সঙ্গেই দলকে খেলাতে হবে মানালো মার্কেজকে।এসিএল ২-র যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে এফসি গোয়া

আগামী শুক্রবার ১৫আগস্ট এসিএল ২ বা ACL ২ ( এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২ ) -র গ্ৰুপ বিভাজন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কোন দল কোন গ্রুপে কার বিরুদ্ধে খেলবে তা নির্ধারিত হবে সেদিনই। তবে তার আগেই আগামী বুধবার ১৩তারিখ গোয়ার ফতরদা স্টেডিয়ামে মুখোমুখি হবে এফসি গোয়া এবং আল সিব। নিয়ামানুযায়ী সুপার কাপের চ্যাম্পিয়ন দল এসিএল ২-র যোগ্যতা অর্জন ম্যাচে সুযোগ পায়। এই বছর জামশেদপুরকে হারিয়ে সুপার কাপে জায়গা করে নিয়েছে মানালোর গোয়া দল। তাদের প্রতিপক্ষ ওমানের দল আল সিব । মোট চারবারের ওমান লিগ চ্যাম্পিয়ন এই দল ২০২২ সালে এএফসি কাপ জিতেছিল। বেশিরভাগই জাতীয় দলের খেলোয়ারদের নিয়ে গঠিত এই দল। ফলে ম্যাচটা বেশ কঠিন হতে চলেছে মানালোর জন্য। এই মরশুমে আইএসএল কবে শুরু হবে তার ব্যাপারে এখনও কোনো হদিশ মেলেনি। সেপ্টেম্বর থেকে সুপার কাপ শুরু হতে পারে। তবে এসিএল ২ এ খেলা মোহনবাগান ও এফসি গোয়ার কাছে এই প্রতিযোগিতার গুরুত্ব অনেকাংশেই বেশি। ফলে এই ম্যাচ জিততে বিশেষ পরিকল্পনার সঙ্গেই দলকে খেলাতে হবে মানালো মার্কেজকে।

Comments :0

Login to leave a comment