DENGUE VACCINE CUBA

নিজস্ব গবেষণায় ডেঙ্গুর টিকা তৈরি করছে কিউবা

আন্তর্জাতিক

ডেঙ্গুর টিকার প্রথম পর্বের পরীক্ষা শেষ করেছে কিউবা। এবার মানুষের শরীরে পরীক্ষার প্রস্তুতি চলছে। 
কিউবার জৈবপ্রযুক্তি গবেষণা কেন্দ্রের বায়োমেডিক্যাল রিসার্চ বিভাগের প্রধান বিজ্ঞানী জেরার্দো গুইলেন জানিয়েছেন, ‘‘কিউবা চালু পদ্ধতির বাইরে বেরিয়ে ডেঙ্গুর টিকার খোঁজ করছে। টিকার কারণে অনেকক্ষেত্রে শরীরের প্রতিরোধ ব্যবস্থা অতি তৎপর হয়ে উঠতে পারে। তাতে শরীরের বিপদ হয়। সেই দিকটি মাথায় রেখে বিকল্পের খোঁজে এগনো হচ্ছে।’’
ক্রান্তীয় দেশগুলিতে ডেঙ্গুর বিপদ বাড়ছে। বিশ্ব উষ্ণায়নকে দায়ী করছেন বিজ্ঞানীদের অনেকেই। আবার প্রয়োজনীয় সরকারি পরিকাঠামোর অভাবকেও কারণ হিসেবে চিহ্নিত করছেন বিজ্ঞানী, চিকিৎসকদের একাংশ। 
ফিলিপিন্সে ২০১৭’তে মানবদেহে ডেঙ্গুর টিকা দেওয়া হয়েছিল পরীক্ষামূলকভাবে। কিন্তু প্রতিক্রিয়ার জেরে বন্ধ রাখতে হয় পরীক্ষা। চার শিশুর মৃত্যু হয় হাসপাতালে। ফিলিপিন্স যদিও নিজের দেশের গবেষণায় টিকা তৈরির কাজ করেনি। ফরাসী ওষুধ নির্মাতা সংস্থা সানোফির তৈরি টিকা প্রয়োগ করেছিল। 
ব্রাজিল গত বছরের মার্চে জাপানের ওষুধ সংস্থা তাকেদার তৈরি টিকা প্রয়োগ করছে। ইউরিপীয়ান মেডিসিন এজেন্সি এই টিকাকে ৮০ শতাংশ যোগ্য বলে অনুমোদন করেছে। 
গুইলেন বলছেন, ‘‘পরীক্ষামূলক অন্য টিকা তৈরির পদ্ধতির চেয়ে আলাদা পথে চলছে কিউবা। ডেঙ্গুর ভাইরাসের গঠন ঝিল্লি বা বাইরের পর্দায় থাকা প্রোটিনকে আলাদা করে শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে তা চেনানো হয়। এখানেই শরীরের প্রতিরোধ ব্যবস্থা অতি তৎপর হয়ে উঠতে পারে। কিউবার সেন্টার ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভাইরাসের জিনে রয়েছে প্রোটিনের এমন উপাদানকে ব্যবহার করছে। তার জন্য বাড়তি সময় লাগলেও মানবদেহে ব্যবহারের ক্ষেত্রে ঝুঁকি কমানো যায়।’’
টিকা মানবদেহে পরীক্ষার আগে ধাপে ধাপে অন্য স্তরে পরীক্ষা হয়। প্রথমে পরীক্ষা হয় গবেষণাগারে। তারপর অন্য কোনও প্রাণীতে। মানবদেহে পরীক্ষার ক্ষেত্রে ঝুঁকি দেখা হয় প্রাথমিক স্তরের গবেষণা পর্বে। কিউবা সেই কাজ প্রায় গুটিয়ে এনেছে বলে জানাচ্ছেন গুইলেন।

Comments :0

Login to leave a comment