CPI(M) Polit Bureau

রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিহারে জিতেছে এনডিএ : পলিটব্যুরো

জাতীয়

রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিহারে জয়ী হয়েছে এনডিএ। বিহার নির্বাচনের ফলাফল প্রসঙ্গে শুক্রবার এক বিবৃতিতে বললো সিপিআই(এম) পলিটব্যুরো।
বিবৃতিতে বলা হয়েছে, বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ’র বিজয় মহাগঠবন্ধনের জন্য এক ধাক্কা। শাসক জোট পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে, বিভিন্ন কারচুপির আশ্রয় নিয়েছে এবং প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করেছে তারা।
সিপিআই(এম) পলিটব্যুরোর কথায়, নির্বাচনে প্রচার জুড়ে বিভাজনের রাজনীতি করেছে বিজেপি ও তার সঙ্গীরা। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক নেতার বক্তব্যে শোনা গিয়েছে বিভাজনমূলক সাম্প্রদায়িক কথা। এর পাশাপাশি কর্পোরেট মিডিয়া দ্বারা প্রসারিত,  এই বক্তব্য মহাগঠবন্ধনের জনগণের সমস্যাগুলিকে তুলে ধরে যে প্রচার তা চাপা দেওয়া হয়েছে। 
পলিটব্যুরো বলেছে, বিহার নির্বাচন দেখিয়েছে যে বিজেপিকে পরাজিত করতে, বিরোধী দলগুলিকে আরও ঐক্যবদ্ধ প্রচেষ্টা করতে হবে। সিপিআই(এম) এই ফলাফলের পিছনে অন্যান্য কারণগুলি বিশদভাবে পরীক্ষা করবে। সিপিআই(এম)’র পলিটবুরো বিহারের জনগণকে ধন্যবাদ জানিয়েছে বিভূতিপুর আসন সব অন্যান্য আসনে বিরোধীদের সমর্থন করার জন্য।
বিবৃতিতে বলা হয়েছে, বিহারের নিপীড়িত এবং শোষিতদের অধিকারের জন্য সংগ্রাম চালিয়ে যাবে তারা।

Comments :0

Login to leave a comment