TRIPURA CPI(M)

ত্রিপুরার রিটার্নিং অফিসারের বিরুদ্ধে চিঠি সিপিআই(এম)’র

জাতীয়

ত্রিপুরায় রিটার্নিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলল সিপিআই(এম)। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি প্রার্থী বিপ্লব দেব জনা চল্লিশেক লোক নিয়ে ঢুকেছিলেন রিটার্নিং অফিসারের ঘরে। নিয়ম অনুযায়ী প্রার্থীকে ধরে পাঁচজনের বেশি রিটার্নিং অফিসারের ঘরে ঢুকতে পারে না। 
সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী অভিযোগ জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারের কাছে। তিনি বলেছেন, নিয়ম ভাঙা সত্ত্বেও রিটার্নিং অফিসার কোনও আপত্তি তুললেন না। নির্বাচনী আধিকারিকের এই পক্ষপাতিত্ব স্বচ্ছ ও অবাধ নির্বাচনের সম্ভাবনার ক্ষতি করে। 
চৌধুরী মুখ্য নির্বাচন কমিশনারকে মনে করিয়েছেন যে গত বছর ধনপুর এবং বক্সানগর কেন্দ্রে উপনির্বাচনে এভাবেই পক্ষপাতিত্বের শিকার হতে হয়েছে বিরোধীদের। 
ত্রিপুরায় বামপন্থীদের সঙ্গে বোঝাপড়া হয়েছে কংগ্রেসের। রাজ্যের দু’টি আসনে সিপিআই(এম) এবং অপরটিতে কংগ্রেস লড়ছে। চলছে প্রচার। শনিবার ত্রিপুরা পূর্ব কেন্দ্রের প্রার্থী রাজেন্দ্র রিয়াঙয়ের সমর্থনে কুমরঘাট বাজার না অমরপুরে, যেখানেই নির্বাচবী সভা হয়েছে, ব্যাপক সংখ্যায় এসেছেন বাসিন্দারা। 

একাধিক নির্বাচনী সভায় জিতেন্দ্র চৌধুরী বলছেন, ‘‘এবারের নির্বাচন কেবল একটা সরকার গ৩ার নির্বাচন নয়। দেশ বাঁচানোর নির্বাচন। আমাদের সংবিধান প্রত্যেকের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ধর্মবিশ্বাস নিয়ে থাকার অধিকার দিয়েছে। বহুত্বকে স্বীকৃতি দিয়েছে ভারতের সংবিধান। আমাদের নানা পোশাক, নানা ভাষা, নানা পছন্দের খাবার। একজন অন্যজনকে বাধা দিতে পারে না। আর কেন্দ্রে বিজেপি সংবিধানের এই মৌলিক ভিতে আঘাত করছে। এক ধর্ম, এক ভাষা, এক সংস্কৃতি চাপিয়ে দেওয়া হচ্ছে। ’’

ত্রিপুরার পরিস্থিতি মনে করিয়ে চৌধুরী বলেন, ‘‘প্রধানমন্ত্রী রাজ্যে এসে বলে যাচ্ছেন ‘সবকা সাথ সবকা বিকাশ। আর ত্রিপুরায় আমরা বিরোধী দল, আমাদের রাজনৈতিক কার্যকলাপের অধিকার কে৩ে নেওয়া হচ্ছে। পার্টি অফিস বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মধ্য প্রদেশ বা উত্তর প্রদেশেও গণতন্ত্রের ওপর এই আক্রমণ চালাচ্ছে বিজেপি। কেন্দ্রের সরকার থেকে বিজেপি-কে হটানোর সম্গে জড়িয়ে রয়েছে দেশ বাঁচানোর প্রশ্ন।’’

Comments :0

Login to leave a comment