নীলকণ্ঠ
মনীষ দেব
নীল পাখি উড়ে যায় — নীল নীলিমায়।
কল্পনার মতো নয় নীল গ্রহ আর, নীল গ্রহ এখন ধূসর মলিন রক্তাক্ত। ব্যাঙ্গমা-ব্যঙ্গমী শোনায় না রূপকথা। পক্ষীরাজ মেলে না ডানা তেপান্তরের। স্বপ্ন দেখে না সময় — শুধু ডানা ঝাপটায়।
বীরপুরুষের আকাশে এখন কাপুরুষের যুদ্ধ, কল্পনার কালপুরুষ কী আবার ফিরবে — যোদ্ধার বেশে নানা রঙের দিনে উৎসবে অনুভবে।
উৎসবের মুখরিত আলোয় ফিরবে না — আধারের যাত্রীরা সব, নীলকন্ঠের মতো নীলিমার নীলে হারিয়ে গেছে। শত শত লাশ — শত কোটি মানুষের নীরব অভিবাদনে ঢেকে যায় — ঢেকে যায় মানবতার মুখে উলঙ্গ আস্ফালনে। স্তব্ধতার নতুন পাঠ। ইচ্ছে গুলির মৃত্যু হয় — ইচ্ছে গুলির মৃত্যু হয়।
ইচ্ছে ডানার নীল পাখিরা ডানা ঝাপটায় — নীল পাখিরা ডানা ঝাপটায় — কালের যাত্রার যাত্রীরা সব নীরবে রটায় — “নীল পাখি, ছোট সকল” তাদের কে রাজপাট দেয়! নিন্দুক চিৎকার করে কয় — “নীল পাখি, ছোট সকল” তাদের রাজপাট হোক। রাজছত্র ভেঙে পড়ে ওরাই নিশানায়, কালে কালে, দেশে দেশে ওরাই — নীলকন্ঠ হয়।
Comments :0