Bhutan Warns Bengal

খুলছে না ওয়াং নদীর লক গেট, বাংলাকে সতর্ক করল ভুটান সরকার

জাতীয় রাজ্য

প্রবল বৃষ্টির জেরে ভুটানের ওয়াং নদীতে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। নদীর উপর টালা বাঁধের একটি গুরুত্বপূর্ণ লক গেট বন্ধ হয়ে যাওয়ায় জল বের হতে পারছে না। শত চেষ্টাতেও সেই গেট খোলা যাচ্ছে না বলে খবর। এর ফলে বিপদজনকভাবে বাঁধের উপর দিয়ে বইছে জল, যা বাঁধের কাঠামোকে দুর্বল করে দিচ্ছে বলে আশঙ্কা। ​এই পরিস্থিতিতে চরম উদ্বেগে ভুগছে পশ্চিমবঙ্গ। কারণ, যদি কোনওভাবে এই বাঁধের গেট ভেঙে যায়, তবে ভয়াবহ বন্যায় ভাসতে পারে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা। ভুটান সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ প্রশাসনকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

 তারা জানিয়েছে, টালা বাঁধ ভেঙে গেলে বিপুল পরিমাণ জল আচমকা নেমে এসে ডুয়ার্সের ভুটানঘাট, জয়ন্তী এবং আশপাশের এলাকাগুলিকে প্লাবিত করতে পারে। ​অন্যদিকে, প্রবল বর্ষণের কারণে ভুটানের অন্যান্য নদীর জলও সীমান্ত পেরিয়ে বাংলার অভ্যন্তরে প্রবেশ করতে শুরু করেছে। এই কঠিন সময়ে নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই প্রতিবেশী দেশের এই টালা বাঁধ। এই গুরুতর আশঙ্কার পরিপ্রেক্ষিতে, রাজ্য প্রশাসন ডুয়ার্সের নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের অবিলম্বে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। জলপ্রবাহের চাপ কমাতে টালা বাঁধের গেট খুলে দেওয়ার জন্য মরিয়া চেষ্টা চালানো হচ্ছে। ​প্রকৃতির এই রুদ্র রূপ ও প্রতিবেশী দেশের বাঁধ-সমস্যা, দুইয়ের ফেরে ভীষণ বিপদের মুখে দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গ। জনজীবন ও সম্পত্তি রক্ষায় প্রশাসনকে যুদ্ধকালীন তৎপরতায় ব্যবস্থা নিতে হবে।

Comments :0

Login to leave a comment