কবিতা
মুক্তধারা
কর্ম ছাড়া নয় জীবন
অরিত্র সিংহ রায়
১৫ ডিসেম্বর ২০২৫ | বর্ষ ৩
---------------------------
কর্ম ছাড়া নয় জীবন
এই কথাটা সত্যি
কর্ম ছাড়া নেই
কোনো অর্থের শক্তি।
সুইগি অথবা জোমাটো
আছে অনেক কাজ
অর্থ উপার্জন করতে গিয়ে্ সহ্য
করতে হয় অপমান ও লাজ।
ঢুকলে ফোনে অর্ডার
দিতে হয় ছুট
বৃষ্টিতে যতই ভিজুক না
জামা, প্যান্ট আর বুট।
পরিবারের কেউ খেতে পাবে না
এই কথা দেখে
রোজ ভোরে কাজে যেতে হয়
বাড়ির কাজ করে রেখে।
তারা জৈষ্ঠ্য থেকে বৈশাখ
কাজ করে
তাদের অসুখ হলেও
তারা কাজে বেরিয়ে পড়ে।
কর্ম করে যেতেই হবে
জীবন শুরুর থেকে শেষ
আজ এইটুকুই
থাকুক বেশ।
-------------------------
অষ্টম শ্রেণী
কল্যাণ নগর বিদ্যাপীঠ খড়দহ উত্তর ২৪ পরগনা
উত্তর নাটাগড়, পান শিলা, উঃ ২৪ পরগনা,
৮৯৬১৮৫০৯৪৭
Comments :0