Migrant Worker Dies

কেরালায় দুর্ঘটনায় রাজ্যের পরিযায়ী শ্রমিকের মৃত্যু

জেলা

ভিনরাজ্যে কাজের সন্ধানে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। কেরালার কান্নুরে নির্মাণ কাজের সময় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিমুলতলা এলাকার বাসিন্দা স্বপন রায়। 
জানা গেছে পরিবারের মুখে দু'মুঠো ভাত তুলে দেওয়ার তাগিদেই প্রায় আট মাস আগে কেরালায় পাড়ি দিয়েছিলেন স্বপন রায়। সেখানে তিনি একটি বহুতল নির্মাণ সংস্থার অধীনে সাটারিংয়ের কাজ করতেন। গত শনিবার, কাজ করার সময় হঠাৎই সাটারিং ভেঙে পড়লে গুরুতরভাবে আহত হন তিনি। সহকর্মীরা দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। এই বিপর্যয়ের খবর পৌঁছতেই শিমুলতলার পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী, বাবা-মা এবং এক নাবালক ছেলে। সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার উদ্যোগে বিমানে করে সোমবার স্বপন রায়ের মরদেহ বাড়িতে পৌঁছলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। ঘটনায় শোকের আবহ তৈরি হয়েছে এলাকায়। 
ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ দিয়ে স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য ভোটের আগে নেতা-মন্ত্রীরা মন্দির-মসজিদ নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু এই রাজ্যে কাজের কোনো বাস্তব ব্যবস্থা নেই। যদি এখানে কর্মসংস্থানের সুযোগ থাকত, তাহলে স্বপন রায়কে ভিনরাজ্যে যেতে হতো না, আর হয়তো এমন পরিণতিও ঘটত না। এই মৃত্যু শুধু একটি পরিবারের নয়, গোটা এলাকার মনেই প্রশ্ন তুলে দিয়েছে রাজ্যে কর্মসংস্থানের ভবিষ্যৎ কী? আর পরিযায়ী শ্রমিকদের জীবনের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সরকার কবে সচেতন হবে? এই দুর্ঘটনা ফের একবার রাজ্যে শিল্প ও কর্মসংস্থান সৃষ্টির গুরুত্বকে সামনে আনল।

Comments :0

Login to leave a comment