বই
মুক্তধারা
মুসলমান সমাজকে জানতে
প্রদোষকুমার বাগচী
বিশ্বের মুসলমান ও ইসলাম ধর্ম সম্পর্কে সাধারণ পাঠকের প্রশ্ন ও আগ্রহের শেষ নেই। এই বইয়ে সেই সব প্রশ্নগুলির কাছাকাছি আসার লক্ষ্যেই এই কোষ গ্রন্থের প্রকাশ। বিশেষ করে আমাদের চারপাশে যে ভারতীয় ও বাঙালি মুসলমান সমাজকে আমরা দেখি তাঁদের সম্পর্কে অনেক মানুষই এখন জানতে চাইছেন। সারাবিশ্বজুড়েই চাইছেন। ভারতে সেই চাওয়ার পিছনে সাম্প্রতিক ঘটনাবলিই তার কারণ। আমরা যাদের পাশে আছি তাদের আমরা ভালো করে চিনি না, জানি না—এই আক্ষেপ আছে অনেকের। তারাও মনে করেন এই চেনাবোঝার কাজটিকে প্রসারিত করার প্রয়োজন আছে। তবে এই সমাজকে জানবার মতো দু’একটি বই যে বাংলায় নেই তা নয়, কিন্তু কোষগ্রন্থ জাতীয় কোনও গ্রন্থ এতদিন পর্যন্ত আমাদের হাতে ছিল না। জাহিরুল হাসানের সম্পাদনায় ‘মুসলমানকোষ’-এর প্রকাশ সেদিক থেকে একটি ইতিবাচক পদক্ষেপ। এই কোষগ্রন্থের প্রথম ভাগে রয়েছে বাঙালি পাঠকের উপযোগী বাছাই করা ২৫৭টি বিষয়ের ‘বিশ্বকোষ’। দ্বিতীয় অংশে রয়েছে ‘শব্দকোষ’। মুসলমান সম্প্রদায়ের মধ্যে সীমিত কিন্তু বাংলা সাহিত্যে তার ব্যবহার আছে এরকম ১হাজার ৬১৫টি শব্দেরও অর্থ দেওয়া হয়েছে এই ‘শব্দকোষ’ অংশে। এছাড়াও রয়েছে পরিসংখ্যানকোষ, ইতিহাসপঞ্জি, নির্ঘণ্ট ইত্যাদি। মুসলমান সমাজকে জানার এটি একটি প্রয়োজনীয় গাইড বই।
মুসলমানকোষ
জাহিরুল হাসান। পূর্বা। পরিবেশক : পাতিরাম। কলকাতা-৭৩। ২৫০ টাকা।
Comments :0