MANDA MITHAI — SAYAN SARKAR — INDIAN VOICE — NATUNPATA — 5 OCTOBER 2025, 3rd YEAR

মণ্ডা মিঠাই — সায়ন সরকার — ভারতের জেগে ওঠা কণ্ঠ: সত্য বল, সত্যে বাঁচ, সত্যেই নিজেকে গড় — নতুনপাতা, ৫ অক্টোবর ২০২৫, বর্ষ

ছোটদের বিভাগ

MANDA MITHAI  SAYAN SARKAR  INDIAN VOICE  NATUNPATA  5 OCTOBER 2025 3rd YEAR

মণ্ডা মিঠাইনতুনপাতা

 

ভারতের জেগে ওঠা কণ্ঠ: সত্য বল, সত্যে বাঁচ, সত্যেই নিজেকে গড়

 

সায়ন সরকার

 

আমি কোনো নেতা নই। আমি কোনো মঞ্চের বক্তাও নই। আমি এক সাধারণ ছাত্র — কিন্তু আমার বুকের ভিতর জ্বলছে এক বড় মাপের আগুন। এই আগুন ঘৃণার নয়, অপূর্ণতার নয়, বরং সত্যের। সত্য যা দেখার নয়, অনুভব করার। সত্য যা শুধু বললেই নয়, করলে বদল আসে।

আজ এই মাটিতে কোটি কোটি মানুষ বেঁচে আছে, কিন্তু ক’জন সত্যিকারের জেগে আছে? আমরা সবাই বদল চাই, কিন্তু কেউ বদলাতে চায় না। দুর্নীতি নিয়ে চুপ, অন্যায় নিয়ে চুপ, নকল নিয়ে চুপ। এই নীরবতার মধ্যেই ধীরে ধীরে মরছে ভারত নামের আত্মা।

তুমি বলবে, “আমি একা কি করব?” ইতিহাসের পাতা দেখো। প্রতিটি বিপ্লব শুরু হয়েছিল একজন মানুষ দিয়ে। একজন যুবকের কণ্ঠ যখন নীরবতার সীমানা ভেঙে দেয়, তখন হাজার জন অনুপ্রাণিত হয়। আজ আমি দাঁড়ালাম। কারণ যদি আমি চুপ থাকি, আগামী প্রজন্ম আমাকে মুখ দেখিয়ে বলবে—“তুমি তো সত্য জানতেও ভয় পেয়েছিলে!”

আমরা চাই চাকরি, চাই সম্মান, চাই উন্নতি। কিন্তু আমরা কি সত্যে চলার সাহস দেখাই? না। আমরা চাই জীবন, কিন্তু নৈতিকতার সঙ্গে বাঁচতে চাই না। এই ভণ্ডামি বন্ধ করতে হবে। কারণ নতুন ভারত গড়বে মিথ্যা দিয়ে না — গড়বে সত্যবাদী যুবকের মেরুদণ্ডে।

আমি বলছি—একটি ‘না’ কেবল শব্দ নয়। এটি হলো নতুন নিয়ম, নতুন প্রতিজ্ঞা, নতুন দিশা। স্কুলে এক ছাত্র নকল এড়িয়ে যাবে, অফিসে একজন ঘুষ নেবে না, রাস্তায় একজন ট্রাফিক মানবে — এই ছোট ছোট ‘না’ মিলেই গড়ে তুলবে একটি জাগ্রত জাতি।

আজ আমি প্রতিজ্ঞা করছি:
আমি চুপ থাকব না।
আমি নকল করব না।
আমি ঘুষ নেব না।
আমি অন্যায়ের কাছে লজ্জিত হব না।

এই প্রতিজ্ঞা শুধু আমার নয়; এটা প্রতিটি যুবকের জন্য। এটি এক শক্তি, যা দেখাবে সত্য বলার মানে, দেখাবে সাহসের মানে। প্রতিটি ছোট কাজ—নকল না করা, ঘুষ না নেওয়া, নিয়ম মানা—এই কাজগুলো ধীরে ধীরে সমাজকে বদলাবে। ছোট ‘না’ গুলো মিললে তৈরি হবে বিপ্লব।

আমাদের বিচার ব্যবস্থা টাকার সঙ্গে মাপা হয়, স্কুল নম্বর দিয়ে মানুষকে মাপে, রাস্তা ও আইন অবহেলায় ভাসে। কিন্তু প্রতিটি যুবক যদি ঠিক পথে দাঁড়ায়, তবে ন্যায়বিচার ফিরে আসবে, শিক্ষা মর্যাদা পাবে, রাস্তা নিরাপদ হবে।

এই দেশকে সত্যিকার অর্থে বদলাতে হলে আমাদের কেবল অভিযোগ করা নয়—কাজ করতে হবে। প্রতিটি স্কুলের ছাত্র, অফিসের কর্মী, প্রতিটি নাগরিকের জন্য এই প্রতিজ্ঞা দরকার: “আজ আমি সত্য বলব। আমি অন্যকে অনুপ্রাণিত করব। আমি দেশের জন্য দাঁড়াব।”

যদি প্রতিটি যুবক এই অঙ্গীকার করে, তবে আমরা শুধু “Developed” দেশ পাব না। আমরা পাব একটি শক্তিশালী, নৈতিক, জাগ্রত ভারত। ইতিহাসে আমাদের নাম লেখা থাকবে না কেবল স্বর্ণাক্ষরে; আমাদের কণ্ঠ, আমাদের কাজ, আমাদের সাহস থাকবে প্রতিটি হৃদয়ে।

আমি ভারতের যুবক , কোনো নাম করা ব্যক্তি নই — কিন্তু আমি সেই আগুন, যা চুপ থাকা ভারতকে আবার জাগাতে সাহায্য করবে। আমি কণ্ঠ দিচ্ছি—“সত্য বল, সত্যে বাঁচ, সত্যেই ভারত গড়।” এই কণ্ঠ যদি প্রতিটি যুবকের ভেতর জাগ্রত হয়, তবে ছোট থেকে বড় সবাই অনুপ্রাণিত হবে, এবং আমরা গড়ে তুলব এমন একটি দেশ, যা কেবল বাঁচবে না—উদ্বুদ্ধ করবে, বদলাবে, জেগে থাকবে।

আজই সেই যাত্রা শুরু হোক। আমরা চুপ থাকব না। আমরা নকল করব না। আমরা ঘুষ নেব না। আমরা সত্য বলব, সত্যে বাঁচব, এবং সত্যের ভিত্তিতেই ভারতকে আবার উজ্জ্বল করব।

 

 
একাদশ শ্রেণী, কল্যাণ নগর বিদ্যাপীঠ খড়দহ উত্তর ২৪ পরগনা, পাতুলিয়া।

Comments :0

Login to leave a comment