খেয়ে-পরে বাঁচার মতো মজুরি আর কাজের জায়গায় নিরাপত্তার দাবিসহ ১৪ দফা দাবিতে আজ কাটোয়া রেল স্টেশন চত্বরে বেলা ৩ টে নাগাদ রেল ঠিকা শ্রমিকরা স্টেশন চত্বরে মিছিল এবং রেলের কাটোয়া ডিভিসিনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডেপুটেশন দিয়ে সর্ব ভারতীয় দাবি দিবস পালন করেন।
এই কর্মসূচিতে তাঁদের সঙ্গে যোগ দেন রেল হকাররাও। হাতে লাল পতাকা ও গলায় বিভিন্ন দাবি সম্বলিত পোষ্টার ঝুলিয়ে বেশ কয়েকটি প্লাটফর্ম জুড়ে তাঁদের দাবি দাওয়া নিয়ে স্লোগান মুখরিত হন। এরপর সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে পথ চলতি রেল-যাত্রীদের কাছে ঠিকা শ্রমিকদের জীবন যন্ত্রণার কথা এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনার নানা দিক তুলে ধরা হয়। সভা শেষে কাটোয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে ১৪ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়। পথসভায় বক্তব্য রাখেন দানেশ সেখ, বাপি দেব, পার্থ প্রতিম রায় চৌধুরী।
ঠিকা শ্রমিকদের কেন্দ্রীয় সরকারের ন্যূনতম বেতন অনুযায়ী বেতন দেওয়ার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি তাঁদের পরিচিতি পত্রের দাবি জানান। পুরুষ ও মহিলাদের সমকাজে সম-মজুরির দাবি জানানো হয়। মিছিল থেকে দিল্লি সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গা থেকে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর যে অত্যাচার চালানো হচ্ছে তার পরিপ্রেক্ষিতে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের দৃষ্টিভঙ্গির তীব্র সমালোচনা করা হয়। মিছিলে নারী শ্রমিকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
রেলওয়ে ঠিকা মজদুর ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলা সভাপতি দানেশ সেখ জানিয়েছেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও আইডেন্টিটি কার্ডের বিষয়ে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। বাকি দাবিগুলি উচ্চ স্তরে তিনি পাঠাবেন বলে জানিয়েছেন।
Comments :0