Naihati SFI

চলছে অপরাধচক্র-দুর্নীতি, নৈহাটির কলেজে বিক্ষোভ এসএফআই’র

জেলা

নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের সামনে বিক্ষোভে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে সহ নেতৃবৃন্দ।

নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের সামনে বিক্ষোভে শামিল হলো এসএফআই। দুর্নীতি মুক্ত, দুষ্কৃতী মুক্ত ক্যাম্পাসের দাবিতে চলছে বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
এসএফআই বলেছে, রাজ্যের অন্য কলেজের মতো এই কলেজেও চলছে তৃণমূলের অপরাধ চক্র।
প্রতিদিন ক্যাম্পাসের ভেতর নানা ধরনের অপরাধ চলছে। 
এসএফআই বলেছে, কলেজে কলেজে ভোট হচ্ছে না। কসবা ল’ কলেজের মতো এখানেও মনোজিত মিশ্রের মতো তৃণমূলের মাথারা অবৈধ অনির্বাচিত ছাত্র সংসদ চালাচ্ছে। ছাত্রছাত্রীরা ভয় পাবে কলেজে ভর্তি হতে। কোন ভর্তি প্রক্রিয়া চালু করতে পারেনি। ক্লাস শুরু হয়নি। তৃণমূলে নেতাদের অঙ্গুলি হেলনে এভাবেই কলেজ চলছে। 
ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ পৌঁছেছে। ক্যাম্পাসে অপরাধ চক্রের পেছনে পুলিশের মদতের অভিযোগ তুলেও সোচ্চার থেকেছে এসএফআই। সংগঠনের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির ডাকে হচ্ছে এই বিক্ষোভ।

Comments :0

Login to leave a comment