জাল রসিদে ঘাটাল কলেজে ফি তুলে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। এই অভিযোগ তুলে এদিন ঘাটাল কলেজে বিক্ষোভ দেখালো এসএফআই। অভিযোগ, ‘‘নকল রসিদে কলেজ ভর্তি নিয়ে লুঠ করেছে তৃণমূল। এই নকল রসিদে সই রয়েছে তৃণমূল ছাত্র পরিষদ নেতা, বর্তমানে কলেজের গ্রুপ ডি কর্মী সইদুল হকের।
এদিন ঘাটাল কলেজের অধ্যক্ষের কাছে এই দুর্নীতির বিষয় ডেপুটেশন দিতে যাব এসএফআই কর্মী সমর্থকরা। ঘাটাল কলেজে এসএফআই’র ডেপুটেশন আটকাতে প্রিন্সিপালের গেটে তালা লাগিয়ে দেয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। শুরু হয় বচসা, তারপর হাতাহাতি হয় দুই পক্ষের।
এসএফআইয়ের অভিযোগ শুধু ভর্তি নয়, সেমিস্টার পরীক্ষার ফি নিয়েও হয়েছে দুর্নীতি। ৮৪০ টাকার বদলে নেওয়া হয়েছে ৩২০০ টাকা। অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ।
জানা গিয়েছে প্রতিবছর ২৮ আগষ্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতায় সমাবেশে আসা জন্য বাসের ভাড়া কলেজের তহবিল থেকে খরচ করা হয়েছে। তার সাথে রয়েছে কাওয়া দাওয়ার খরচও। সূত্রের খবর প্রতি বছর ৫০ হাজারের অধিক টাকা কলেজ থেকে নিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ।
Comments :0