Migrant Rally Bahrampur

পরিযায়ী হেনস্তার প্রতিবাদ মিছিলে বাধা পুলিশের, বহরমপুরে ধুন্ধুমার

জেলা

বহরমপুরে টেক্সটাইল মোড়ে যুব, সিআইটিইউ, খেতমজুর বিক্ষোভে পুলিশের বাধা।

পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে ডাকা মিছিলে বাধা দিল পুলিশ। বহরমপুরের টেক্সটাইল মোড়ে পুলিশের সঙ্গে বাঁধল ধুন্ধুমার। 
বিজেপি সরকারে রয়েছে এমন রাজ্যগুলিতে বাংলাভাষীরা আক্রান্ত। বাংলা বললেই বাংলাদেশি বলে তুলে যাচ্ছে পুলিশ। রাজ্যের তৃণমূল সরকারের সক্রিয়তা নিয়েও ক্ষোভ প্রচুর।
বুধবার পরিযায়ী শ্রমিক ইউনিয়ন, ডিওয়াইএফআই, খেতমজুর ইউনিয়ন সিআইটিইউ অফিস থেকে শুরু করে মিছিল। সেই মিছিলে বাধা দেয় পুলিশ। টেক্সটাইল মোড়ে পুলিশের সঙ্গে ধুন্ধুমার বাঁধে।
হরিয়ানার গুরগাঁও, ওড়িশা, গুজরাট, আসাম, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলি থেকে বাংলাদেশি বলে আটক করা হচ্ছে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের। বেশ কয়েকজনকে ঠেলে সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদেও এমন হেনস্তার মুখে পড়ছে বহু পরিযায়ী শ্রমিক পরিবার। 
সিআইটিইউ, ডিওয়াইএফআই, খেতমজুর ইউনিয়নের দাবি রাজ্যের সরকারকে সক্রিয়তা দেখাতে হবে। পাশে দাঁড়াতে হবে পরিযায়ী শ্রমিকদের। রাজ্যের প্রতিনিধি দল বিভিন্ন রাজ্যে আক্রান্তদের পাশে দাঁড়াতে যাচ্ছে না কেন সে প্রশ্নও তুলেছেন বামপন্থীরা। সংবিধান অনুযায়ী এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া নাগরিকদের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। 
এদিন মিছিল আটকাতে টেক্সটাইল মোড়ে ব্যারিকেড করে পুলিশ। ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চেয়েছে প্রতিবাদী মিছিল।

Comments :0

Login to leave a comment