Book Stall Jadavpur

যাদবপুরে বুকস্টল ‘বইTalk’

কলকাতা

দীপাবলীতে যাদবপুরে ছাত্র-যুবদের উদ্যোগে শুরু হল বুকস্টল ‘বইTalk। আলোর উৎসবে যাদবপুরের শ্রীকলোনির কাছে রূপনিকেতন মোড়ে বুকস্টল চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।

 

বামপন্থী মতাদর্শ, মার্কসীয় সাহিত্য, অর্থনীতি ছাড়াও বিভিন্ন লেখকের বই রয়েছে এই বুকস্টলে। একইসঙ্গে প্রবন্ধ, কবিতার বই, গল্প সংকলন এবং অবশ্যই রয়েছে ছোটদের বইও। 

 

এই বুকস্টলের উদ্যোক্তারা জানাচ্ছেন, "আড্ডা এবং যুক্তি তক্কোর মিশেলে, দেখা হোক লড়াইয়ের ময়দানে"। "সেইসঙ্গে গোটা রাজ্য জুড়ে ঘটে চলা লাগামহীন দুর্নীতি এবং দেশের শিক্ষা ব্যবস্থার ওপর কেন্দ্রীয় সরকারের আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হাতিয়ার হোক বই",  বলছেন সংগঠকরা।

 

রবিবার এই বুকস্টলে উপস্থিত ছিলেন এসএফআই কলকাতা জেলার সম্পাদক মহম্মদ আতিফ নিসার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য শেখ রোহন ডিওয়াইএফআই কলকাতা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য গৌরব মজুমদার এবং সৈনিক শূর সহ অন্যান্য আঞ্চলিক নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment