QUIZ — AML KAR | NatunPata — 9 MAY 2024 ANS.

বলতে পারো — অমল কর | নতুনপাতা — ৯ মে ২০২৪ সমাধান

ছোটদের বিভাগ

QUIZ  AML KAR  NatunPata  9 MAY 2024  ANS

বলতে পারো  

অমল কর  

নতুনপাতা  

৯ মে ২০২৪ সমাধান

জিজ্ঞাসা

১) কবে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর -এর জন্মদিন পালিত হয়?
২) রবীন্দ্রনাথ ঠাকুর-এর 'গীতবিতান' গ্ৰন্থে মোট কতগুলো গান আছে?
৩) রবীন্দ্রনাথ ঠাকুর কতগুলো চিঠি লিখেছেন?
৪) রবীন্দ্রনাথ ঠাকুর -এর প্রথম কবিতা তথা প্রথম রচনা কবে কোথায় প্রকাশিত হয়?
৫) রবীন্দ্রনাথ ঠাকুর কবে কেন নাইট উপাধি ত্যাগ করেন?
৬) শেষ কবে রবীন্দ্রনাথ ঠাকুর -এর জন্মদিন পালন করা হয়?

সমাধান

১) রবীন্দ্রনাথ ঠাকুর -এর জন্মদিন ১২৬৮ বঙ্গাব্দের ২৫ শে বৈশাখ (ইংরেজি ১৮৬১ সালে) হলেও আনুষ্ঠানিকভাবে তাঁর প্রথম জন্মদিন পালন করে কবির ২৭ বছর বয়সে তাঁর দিদি স্বর্ণকুমারী দেবীর মেয়ে সরলা দেবী পার্ক স্ট্রিটের বাড়িতে ১২৯৩ বঙ্গাব্দে
(ইংরেজি ১৮৮৭ সালে)।
২) রবীন্দ্রনাথ ঠাকুর -এর গীতবিতান গ্ৰন্থে মোট ১৯১২টি গান আছে। তন্মধ্যে ১৯৪টি গান স্বরলিপিবিহীন।১৭১৮ টি গানের স্বরলিপিকার ২৪ জন।
৩) রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় পঞ্চাশজনকে পাঁচ হাজারেরও বেশি চিঠি লেখেন। 
৪) অক্ষয়কুমার দত্ত সম্পাদিত 'তত্ত্ববোধিনী ' পত্রিকায় (পত্রিকাটির প্রথম প্রকাশ ১৬/০৮/১৮৪৩) রবীন্দ্রনাথ ঠাকুর -এর প্রথম কবিতা তথা প্রথম রচনা "অভিলাষ" প্রকাশিত হয়। 
৫)জালিয়ানওয়ালাবাগে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ২৯ শে এপ্রিল ১৯১৯ সালে নাইট উপাধি ত্যাগ করেন ।
৬) ১৩৪৮ বঙ্গাব্দের ২৫ শে বৈশাখ  রবীন্দ্রনাথ ঠাকুর -এর ৮১ তম জন্মদিন । কিন্তু জীবদ্দশায় তাঁর শেষ জন্মদিন পালিত হয় শান্তিনিকেতনে ১লা বৈশাখ।

Comments :0

Login to leave a comment