মাত্র কিছুঘন্টা আগেই ইন্টার মিলান থেকে সৌদির আল হিলালে সই করেছেন সিমোন ইনজাঘি। ২০২৩ এরপর ২০২৫এও ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছিলেন এই কোচ। তবে দুইবারই হারের মুখ দেখতে হয়েছে তাকে। এই মরশুমেও একটুর জন্য হাতছাড়া করেছেন ইতালিয়ান ' সিরি এ ' এর খেতাব। এবার বালির শহর রিয়াধে নতুন চ্যালেঞ্জের সামনে ফিলিপ্পো ইনজাঘির ভাই সিমোন। ২০১৮তে নিজের কোচং ক্যারিয়ারের শুরুতে প্রাক্তন দল লাৎজিওকে কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন করিয়েছিলেন ২০১৯এ। সেই বছর সুপার কোপাও জিতেছিল লাৎজিও। এরপরেই যোগ দেন ইন্টার মিলানে ২০১২, ২২ ও ২৩ -এ সুপারকোপা জিতিয়েছিলেন ইন্টারকে। ২০২৩-২৪ -এ এনে দেন ' সিরি এ ' এর শিরোপা। ২-২২ ও ২৩ এ জেতেন কোপা ইতালিয়া। আল হিলালে এসেই তার প্রথম পরীক্ষায় হতে চলেছে বেশ কঠিন। আগামী ১৮তারিখ বুধবার রাত ১২:৩০ টায় ( বৃহস্পতিবার ) ফিফা ল্যাব বিশ্বকাপের প্রথম ম্যাচে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আল হিলাল খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। রিয়ালের নবনিযুক্ত কোচ জাবি আলোন্সোর মুখোমুখি হবেন সিমোন ইনজাঘি। কুলিবালি , আল ইয়ামিদের দায়িত্ব থাকবে ভিনি , এম্ব্যাপে , রড্রিগো , বেলিংহ্যাম , আর্নল্ডদের আক্রমণ রোখা।
simone inzaghi will face xabi alonso
ক্লাব বিশ্বকাপে আলোন্সোর মুখোমুখি হবে ইনজাঘি
 ছবি সৌজন্য - আল হিলাল সৌদি ক্লাব অফিসিয়াল ফেসবুক পেজ
                                    ছবি সৌজন্য - আল হিলাল সৌদি ক্লাব অফিসিয়াল ফেসবুক পেজ
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0