আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে খেলানোর সিন্ধান্ত নিয়েছে আইসিসি। শনিবার আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে এমনই প্রতিবেদন পেশ করা হয়েছে। যদিও এখনও আইসিসি’র তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল জল্পনার অবসান হলো আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তে।
গত ২২ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল আইসিসি। বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি না, তা ২৪ ঘন্টার মধ্যে আইসিসিকে জানাতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বলা হয়েছিল বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে সেই জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে। সেই সময় পার হওয়ার পরেও নিজেদের সিন্ধান্তে অটল থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার পরেই এই কঠোর সিধান্ত নেয় আইসিসি। এদিন আইসিসি’র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সংযোগ গুপ্ত বোর্ডকে আনুষ্ঠানিকভাবে জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবিগুলো সংগতিপূর্ণ নয়। তিনি উল্লেখ করেন, বিসিবি আইসিসি বোর্ডের সিদ্ধান্ত না মানায় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কোনো বিকল্প ছিল না। আইসিসি বোর্ডের সদস্য হিসেবে বিসিবি সভাপতি আমিনুল ইসলামকেও এই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। জানা গেছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে স্কটল্যান্ডকে আনুষ্ঠানিক চিঠি পাঠান হয়েছে। এই রদবদলের ফলে গ্রুপ 'সি'-তে খেলবে স্কটল্যান্ড। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বাংলাদেশের একজন খেলোয়াড়ের নিরাপত্তা দিতে ভারত সরকার অপারগ। সেখানে আর্থিক ক্ষতির চেয়েও বাংলাদেশের পুরো দল, অফিসিয়াল, দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সব কিছু জেনে বুঝে তো আর খেলোয়াড়দের পাঠাতে পারি না। ভারতে আমরা খেলতে যাব না সিদ্ধন্তে অটল বাংলাদেশ সরকার।
উল্লেখ্য; কারণ ছাড়াই মুস্তাফিজকে বাদ দেয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে দেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার। এরপর তাদের সুরে সুর মিলিয়ে ভারতে না পাঠানোর কথা ঘোষণা করে বিসিবিও। যেখানে বাংলাদেশের একজন খেলোয়াড়ের নিরাপত্তা দিতে ভারত সরকার অপারগ, সেখানে বাংলাদেশের পুরো দল, অফিসিয়াল, দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তা কীভাবে দেওয়া হবে- সেই শঙ্কা প্রকাশ করে তারা। এই নিয়ে আইসিসির বরাবর কয়েক দফা চিঠিও দেয় বিসিবি। যেখানে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানো হয়। এছাড়াও গ্রুপ পরিবর্তনের আরজিও দেয়া হয়েছিল। যা নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা মিটিংও হয়। কিন্তু ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য উল্লেখযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে সব দাবি নাকচ করে দেয় আইসিসি।
Bangladesh
টি-টোয়েন্টি বিশ্বকাপ, বাদ পড়ল বাংলাদেশ, খলবে স্কটল্যান্ড
×
Comments :0