Student Dead Bangladesh

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান: ঢাকা

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে উদ্ধার হল চতুর্থ বর্ষের এক ছাত্রীর দেহ। বৃহস্পতিবার সন্ধ্যায় হস্টেলের রুম থেকে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। মৃত ছাত্রীর নাম উপমা দত্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হস্টেল থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃত ছাত্রী চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন বিভাগের ২৬ তম ব্যাচের চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন।
বিশ্ববিদ্যালয় ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ সিভাসুর বিজয়-২৪ আবাসিক হলের নিজ কক্ষ থেকে উপমা দত্তকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত ছাত্রীর গ্রামের বাড়ি মাগুরা জেলার সর্বসাংদা গ্রামে। বর্তমানে তাঁর পরিবার মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া এলাকায় বসবাস করছিল বলে জানা গেছে।
সহপাঠীদের মাধ্যমে জানা গেছে, ঘটনার দিন বিকেল ৪টা পর্যন্ত উপমা দত্ত নিয়মিত ক্লাসে অংশ নেন। এরপর তিনি নিজের রুমে ফিরে যান। সন্ধ্যার দিকে পাশের ঘরের এক পড়ুয়া তাঁকে ডাকতে গিয়ে দরজা বন্ধ দেখতে পান এবং কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয়। পরে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে দেখা যায়, উপমা দত্ত ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছেন। সেই সময় আশপাশের পড়ুয়াদের চিৎকার করে জানালে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। পরে দরজা ভেঙে তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সহপাঠীরা আরও জানান, উপমা দত্তের কক্ষে মোট চারজন পড়ুয়া থাকতেন। তাঁদের মধ্যে দুজন মালয়েশিয়ায় ইন্টার্নশিপে রয়েছেন এবং আরেকজন ঘটনার সময় টিউশনি করাতে বাইরে ছিলেন। ফলে ওই সময় উপমা দত্ত রুমে একাই ছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার বিকেলে শেষ শ্রদ্ধা জানাতে উপমা দত্তের দেহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনা হয়। পরে সন্ধ্যার দিকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন পৃথকভাবে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Comments :0

Login to leave a comment