প্রতীম দে ও পূজা বোস
কামারহাটিতে শুরু হলো বাংলা বাঁচাও যাত্রা-র সমাপন জনসভা। বিরাটি থেকে কামারহাটিতে আসতে মূল মিছিলের সময় লেগেছে প্রায় আড়াই ঘন্টা।
পদযাত্রার রাস্তায় দু’পাশে থেকেছে উন্মুখ জনতার সারি। কামারহাটিতে অপেক্ষমান মানুষই মিছিল পৌঁছানোর অনেক আগে মাঠ ভরিয়ে দিয়েছেন।
সভাপতিত্ব করছেন সিপিআই(এম) নেতা মানস মুখার্জি। বিভেদের রাজনীতি, ধ্বংসাত্মক রাজনীতিকে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
মঞ্চে রয়েছেন মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি, বৃন্দা কারাত, গৌতম দেব, দীপ্সিতা ধর, পলাশ দাস, অনন্ত রায়, সহ রাজ্য কমিটির বিভিন্ন সদস্যরা।
গত ২৯ নভেম্বর কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হয়েছে বাংলা বাঁচাও যাত্রা। পথে জনসভা মহাসমাবেশ যেমন হয়েছে তেমনই হয়েছে ছোট গ্রামসভা। গিগ শ্রমিক থেকে তাঁতশিল্পী, বস্তিবাসী-ভাঙন কবলিত বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়। কথা হয়েছে মাইক্রোফিনান্সের জালে আক্রান্ত মহিলাদের সঙ্গে। কথা হয়েছে সীমান্ত এলাকার মানুষের সঙ্গে। নাগরিকত্ব নিয়ে রাজনীতির শিকার মতুয়াদের সঙ্গে। পরিযায়ী শ্রমিকদের সঙ্গে। পরিযায়ী শ্রমিক সহায়তা কেন্দ্র, মাইক্রোফিনান্স সহায়তা কেন্দ্র চালু করে বিকল্প বাংলার বার্তা দিতে দিতে কামারহাটিতে পৌঁছেছে যাত্রা।
এখন সমাবেশে বক্তব্য রাখছেন সিপিআই(এম) নেতা পলাশ দাস।
Comments :0