Kerala M-Pox

কেরালায় একজনের দেহে মিলল এমপক্স’র জীবানু

জাতীয়

প্রতীকী ছবি।

কেরালায় এক ব্যক্তির নমুনায় এমপক্স’র জীবানু পাওয়া গিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী থেকে ওই ব্যক্তি কেরালায় ঘুরতে আসেন বলে জানা যাচ্ছে। কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ সংবাদমাধ্যমকে এই তথ্য জানান। 
রাজ্যের মাল্লাপ্পুরমে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
কেরালার স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, অন্য দেশ থেকে আসছেন এমন কারও এমপক্স’র উপসর্গ থাকলে দ্রুত স্বাস্থ্য বিভাগকে জানানোর জন্য অনুরোধ কর হচ্ছে। 
কেরালায় ফের এক ছাত্রের দেহে ‘নিপা’ ভাইরাস পাওয়া গিয়েছে।  মাল্লাপ্পুরমেই ‘নিপা’ ভাইরাসে আক্রান্ত এই চব্বিশ বছরের ছাত্রের দেহে ‘নিপা’ ভাইরাসের নমুনা মেলে গত ৯ সেপ্টেম্বর। সেই ছাত্রের সংস্পর্শে এসেছেন এমন ১৭৫ জনকেও চিহ্নিত করা হয়েছে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন