সুশান্ত রায় চৌধুরী
চিত্র শিল্পের ইতিহাসে কার্টুনের ভৃমিকা অনস্বীকার্য। দশটা বাক্যে যা বলা যায় কার্টুনের কয়েকটি সরলরেখা তা বলে দিতে পারে।
কার্টুন দেখলেই ঠোঁটের ডগায় হাসি।
কার্টুনের মাধ্যমেই বলা থাকত অনেক গুরুত্বপূর্ণ তথ্যও।
বাংলায় কার্টুন চর্চার ইতিহাস সদ্য অতিক্রম করলো দেড়শো বছরের সুদীর্ঘ পথ। আর বাংলার শিল্পীরা?
যেমন তাঁর আঁকা, লেখালেখির ক্ষেত্রেও তিনি ছিলেন তেমনই সমানভাবে পারদর্শী। তাঁকে সব্যসাচী বললে ভুল বলা হবে না। তিনি চণ্ডী লাহিড়ী।
এক প্রজন্মের শৈশব থেকে কৈশোর কেটেছে তাঁর করা অপূর্ব সব অলংকরণ দেখে। মূলত হাসির গল্প, রম্যরচনা, ব্যঙ্গাত্মক ফিচারের সাথে তাঁর মজার অলংকরণ, ক্যারিকেচার ও কার্টুন পাঠকের মন জয় করেছে।
রাজনৈতিক কার্টুনে তাঁর জুড়ি মেলা ভার। ইংরেজিতে তাঁর 'থার্ড আই ভিউ' কার্টুন সিরিজটি বেশ জনপ্রিয় হয়। পকেট কার্টুনের মাধ্যমে বাঙালির দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরার এই ধারা তিনিই প্রথম চালু করেছিলেন। পাশাপাশি করেছেন সামাজিক কার্টুন, বিভিন্ন বইয়ের প্রচ্ছদ, সুদৃশ্য নামাঙ্কন, বিখ্যাত সাহিত্যিকদের লেখার সাথে অলংকরণ। তাঁর করা বিখ্যাত গয়নার দোকান জন্য কিংবা উপভোক্তা বিষয়ক দপ্তরের জন্য করা বিজ্ঞাপন। কার্টুনিস্ট হিসেবে বিখ্যাত চণ্ডী লাহিড়ী করেছেন কমিক্সও।
ছোটদের জগতে ও তিনি ছিলেন দারুণ জনপ্রিয়।
তার লেখা ও আঁকা বিখ্যাত বই ‘Toddle Trouble’। এতে ছোটদের নানা মজার কাণ্ড কারখানা খুবই উপভোগ্য।
ছোটদের ছড়ার বই ‘চচ্চড়ি’ এককথায় অসাধারণ। এছাড়া ছোটদের ছড়ার বই ছড়ানো মুক্ত, ‘ইকিড় মিকির’, ‘ছড়ার ফুলকি’ তার ছবি সেরার সেরা। ‘মিচকে ও নেংটি’ বইটি খুব সুন্দর।
চিচিংফাক অনুষ্ঠানে ছোটদের কার্টুন করেছেন তিনি। তার ‘Animation Film Under the Blue Moon’ অসাধারণ। টেনিদার গল্প নিয়ে ছবি ‘চারমূর্তি’-তে তার টাইটেল কার্ড অসাধারণ।
কার্টুনিস্ট ও লেখক চণ্ডী লাহিড়ী ছোট ও বড়দের পাঠক মহলে আজও অমলিন। পাঠকদের মনের মণিকোঠায় থেকে যাবেন আজীবন।
Comments :0