ডাক এসেছিল শুনানির। নির্দিষ্ট দিনে হাজির হয়েছিলেন শুনানির লাইনে। দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে শুনানি সম্পন্ন করার পর অসুস্থ হয়ে পড়েন বছর ৬৮’র রফিকুল ইসলাম। তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানী হাসপাতালে পরে সেখান থেকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয় নি। কিছু সময়ের ব্যবধানে মৃত্যু হয়ে বৃদ্ধের। পরিবারের অভিযোগ, সামান্য নামের বানানের হেরফেরের জন্য শুনানির ডাক পাওয়ার পর থেকেই স্নায়চাপে ছিলেন এই বৃদ্ধ। চরম উদ্বেগ দাঁনা বেঁধেছিল তাঁর মনে। ঘটনায় পরিস্কার, সেই চাপ নিতে না পেরেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। বীরভূমের নলহাটি ২ নং ব্লকের ভগলদিঘী গ্রামের ৬৮ বছর বয়সী রফিকুল ইসলামের মৃত্যুর জন্য এসআইআরের হয়রানিকেই দায়ী করছে পরিবার। পরিবারের তরফে জানা গেছে, নামের বানানে খুব সামান্য ভুল ছিল। শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বৃদ্ধ। বৃহস্পতিবার সকালে ব্লক অফিসে শুনানির লাইনে দীর্ঘক্ষন দাঁড়িয়ে শুনানি সম্পন্ন করার কিছুক্ষনের মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে লোহাপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। শুক্রবার ভোরবেলা সেখানেই হৃদস্পন্দন চিরতরে বন্ধ হয়ে যায় রফিকুল ইসলামের। মৃতের ভাই শাহজামাল ইসলাম জানিয়েছেন, দাদা খুব চাপ নিয়েছিলেন শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই। মানসিকভাবে খুবই দুশ্চিন্তা ভর করেছিল। চরম উদ্বেগে ছিলেন। আমারা নিশ্চিত সে উদ্বেগের কারণেই তাঁর এই অসুস্থ হয়ে পড়া। দীর্ঘ লাইনে দাঁড়ানোর ফলেই তাঁর এই পরিণতি।
SIR Hearing
এসআইআর শুনানির লাইনে দাঁড়িয়ে নলহাটিতে বৃদ্ধের মৃত্যু
×
Comments :0