মীর আফরোজ জামান: ঢাকা
নিরাপত্তাজনিত শঙ্কা জানিয়ে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার ঢাকায় আইসিসি’র প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পরও অনড় বাংলাদেশ।
আইসিসি’র দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ বিসিবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন শনিবার। বিসিবি’র পক্ষে বৈঠকে ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ কর্মকর্তারা।
ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে সংকটের শুরু হয় আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে। কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুরকে দল থেকে ছেড়ে দেয় বিসিসিআই’র নির্দেশে। এরপরই ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।
বাংলাদেশের দাবিম ভারতে নির্ধারিত ম্যাচ নিরপেক্ষ জায়গা শ্রীলঙ্কায় সরানো হোক। উল্লেখ্য, আইসিসির দুই সদস্যের প্রতিনিধি দল আসার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে একজন আসতে পারেননি।
Comments :0