Bangladesh Cricket Board

ভারতে বিশ্বকাপ খেলবে না, ফের জানালো বাংলাদেশ

খেলা

মীর আফরোজ জামান: ঢাকা

২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ শুরুর আগে যে বিতর্ক তৈরি হয়েছিল তার অবসান হলো বৃহস্পতিবার। টি–২০ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত অনর রইল বাংলাদেশ। বুধবার আইসিসি সময় বেধে দিয়ে জানিয়ে দেয়,  বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। অবশেষে এদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিল বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। চূড়ান্ত সিদ্ধান্ত আজই আইসিসিকে জানিয়ে দেওয়া হবে খবর। এদিন বিকেলে ঢাকায় এক বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘‘বৈঠকে সরকারি ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে  ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ না রেখে সুবিচার করেনি। আইসিসি সুবিচার করবে বলে আশা করেছিলাম। এদিনের বৈঠকে ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি ছাড়াও ছিলেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের বাইরেও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ছিলেন সভায়।
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন,  আমি ক্রিকেটের বড় একজন ভক্ত। বাংলাদেশ ক্রিকেট দলের লিটন , মিরাজ , নাজমুল , সোহান, তামিম আমি সবারই ভক্ত। আমরা সবাই চেয়েছি বাংলাদেশ যাতে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট খেলতে পারে। কারণ আমাদের ক্রিকেটাররা জায়গাটা কষ্ট করে অর্জন করেছে। তবুও এদিন ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর বিশ্বকাপ খেলতে ভাতরে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই। কারণ ভারতে খেলার ক্ষেত্রে নিরাপত্তার ঝুঁকি রয়েছে। কোনো পরিবর্তন হয় নি নাই। ক্রীড়া উপদেষ্টা আসিফ আরও হানিয়েছেন বিশ্বকাপ খেলতে আমরা আগ্রহী। বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করলে অবশ্যই টি-২০ বিশ্বকাপ খেলতে যাব।

উল্লেখ্য, এবারের আইপিএল নিলামে ৯.২০ কোটি টাকায় তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ছিনিয়ে নেয় শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কেকেআর। নিলামে রেকর্ড করলে বাঁ-হাতি কাটার স্পেশালিস্ট। এরপর ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিরোধিতায় সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেজন্যই তাকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। কারণ ছাড়াই মুস্তাফিজকে বাদ দেয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে দেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার। এরপর তাদের সুরে সুর মিলিয়ে ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের না পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবিও। যেখানে বাংলাদেশের একজন খেলোয়াড়ের নিরাপত্তা দিতে ভারত সরকার অপারগ, সেখানে বাংলাদেশের পুরো দল, অফিসিয়াল, দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তা কীভাবে দেওয়া হবে সেই শঙ্কা প্রকাশ করে তারা। 
এই নিয়ে আইসিসির বরাবর কয়েক দফা চিঠিও দেয় বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানো হয়। যা নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা মিটিংও হয়। তবে মুস্তাফিজের ঘটনার সঙ্গে বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার যোগসূত্র খুঁজে পায়নি আইসিসি। মুস্তাফিজের ঘটনাকে ‘বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক’ হিসেবেও উল্লেখ করে আইসিসি।
উপদেষ্টা আসিফ নজরুল এদিন গণশক্তিকে এক প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ক্রিকেটের অনেক বড় একজন ভক্ত। বাংলাদেশ ক্রিকেট দলে লিটন আছে, মিরাজ আছে, নাজমুল আছে, সোহান, তামিম সবারই ভক্ত। তো স্বভাবতই আমরা সবাই চেয়েছি, আমরা যেন বিশ্বকাপ ক্রিকেট খেলতে পারি, আমরা যেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারি। কারণ আমাদের ক্রিকেটাররা এটা কষ্ট করে অর্জন করেছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে, সেই নিরাপত্তা ঝুঁকি পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই। আমাদের যেই নিরাপত্তা ঝুঁকির যে আশঙ্কা তৈরি হয়েছে, এটা আকাশ থেকে পড়া বিশ্লেষণ বা ধারণা থেকে হয়নি। এটা একটা সত্যিকারের ঘটনার থেকে হয়েছে। যেখানে আমাদের দেশের একজন সেরা প্লেয়ারকে উগ্রবাদীদের কাছে মাথা নত করে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ভারত থেকে বের করে দিয়েছে, সোজা কথা, বের করে দিতে বলেছে।’ উপদেষ্টা আসিফ নজরুল পরিস্কার ভাবে বলেছেন, উগ্র হিন্দুত্ববাদীদের কাছে মাথা নত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আমরা বিশ্বকাপ বয়কট করলাম। আপনারা যারা ভারতের মিডিয়ার এখানে আছেন আমার কথাগুলো পরিষ্কার ভাবে তুলে ধরুন।’

Comments :0

Login to leave a comment