মীর আফরোজ জামান: ঢাকা
ভারতীয় দূতাবাস এবং বিভিন্ন উপদূতাবাস থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার কারণ খুঁজে পাচ্ছে না বাংলাদেশ সরকার।
অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন বলেছেন,
‘‘এই সিদ্ধান্ত একেবারেই ভারতের নিজস্ব। তারা তাদের কর্মচারীদের পরিবারকে চলে যেতে যে কোনও সময়েই বলতে পারেন। কিন্তু কেন বলেছেন তার কোনও কারণ জানা নেই।’’
উল্লেখ্য, বাংলাদেশে কূটনৈতিক মিশনে নিরাপত্তার অভাবজনিত কারণের উল্লেখ করে কূটনীতিবিদদের পরিবারবর্গকে ফেরার নির্দেশ দিয়েছিল নয়াদিল্লি।
হোসেন বলেন, বাংলাদেশে এমন কোনেও পরিস্থিতি নেই যে তাঁরা বিপদে আছেন। তবে এই সিদ্ধান্তের মাধ্যমে কোনও বার্তা দেওয়ার হতে পারে। তবে সঠিক কোনও বার্তা খুঁজে পাচ্ছি না। বিদেশ মন্ত্রকের উপদেষ্টা বলেছেন, অতীতে ভারত কখনও এমন সিদ্ধান্ত নেয়নি। তিনি বলেন, কূটনীতিকদের পরিবারবর্গ
বিপদে আছেন, এমন কথা আমাদের কখনও বলা হয়নি।
হোসেন বলেন, বাংলাদেশে জাতীয় নির্বাচনের খবর সংগ্রহ করতে ইচ্ছুক ভারতীয় সাংবাদিকদের ভিসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সাধারণের জন্য ভিসা বন্ধ থাকবে। নির্বাচনে বিভিন্ন দেশের পর্যবেক্ষক আসা প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে আমার কাছে খুব বিশদ তথ্য নেই। কারণ, তথ্যটা সরাসরি চলে যায় ইলেকশন কমিশনে।
নির্বাচনে সংঘাতের আশঙ্কা দেখছেন কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন যে সেরকম নিশ্চিত খবর নেই। কিন্তু অপচেষ্টার আশঙ্কা রয়েছে।
আওয়ামি লিগের নাম না করে তিনি বলেন, যারা নির্বাচনে অংশ নিচ্ছেন না বা নিতে পারছেন না তাদের মাধ্যমে গণ্ডগোল হওয়া সম্ভব।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি।
Comments :0