উচ্চশিক্ষায় জাতপাতের বৈষম্য প্রতিরোধে নির্দেশিকা জারি করেছে ইউজিসি। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং সংবিধানের ১৪ ধারা অনুযায়ী এই নির্দেশিকা। বিষয়টি ঘিরে আরএসএস এবং তার সহযোগীরা জাতভিত্তিক বিভাজন তৈরির চেষ্টা করছে। এমন প্রয়াস কড়া হাতে দমনের দাবি জানালো সিপিআই(এম) পলিট ব্যুরো।
গত ১২ জানুয়ারি জারি হয়েছে ইউজিসি’র এই নির্দেশিকা। এর আগে, ২০১২ থেকেও নির্দেশিকা ছিল, তবে সেখানে ওবিসি-র উল্লেখ ছিল না। রোহিত ভেমুলার মৃত্যুর ঘটনায় তাঁর মা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন ২০১৯ সালে। ২০২৫-এ সুপ্রিম কোর্টের তৎকালীন দুই বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভুইঁঞা ‘সমতা বিধি’ প্রয়োগের মতো নির্দিষ্ট নিয়ম চালু করার নির্দেশ দেয়। ২০২৫’র ফেব্রুয়ারিতে খসড়া নিয়ম প্রকাশ করেছিল ইউজিসি। সম্প্রতি তা চালু করা হয়েছে।
সিপিআই(এম) বলেছে যে পাঠক্রমে ‘মনুস্মৃতি’ রেখে সমতায় পৌঁছানো যায় না। মনুস্মৃতিতেই বর্ণভেদের পক্ষে সওয়াল করা হয়েছে। শোষণভিত্তিক সামাজিক বন্দোবস্তের পক্ষে সওয়াল করা হয়েছে। পাঠক্রম থেকে মনুস্মৃতি সরাতে হবে।
সেই সঙ্গে বলা হয়েছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও সংশ্লিষ্ট সব অংশের উচিত একতা বজায় রাখা। কারণ, সকলের মিলিত প্রয়াসেই জাতপাত ভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে কার্যকর লড়াই গড়ে তোলা সম্ভব।
ইউজিসি’র এই নির্দেশিকায় ‘সমতা কমিটি’ গড়ার বক্তব্যকে স্বাগত জানিয়েছে পলিট ব্যুরো। সেই সঙ্গে বলা হয়েছে যে সংবিধান এবং সুপ্রিম কোর্টের বক্তব্য যাতে সত্যিই প্রয়োগ করা হয় তা দেখতে হবে। কলেজ বিশ্ববিদ্যালয়ে কার্যকর হলেও এই নির্দেশিকার আওতা থেকে বাদ রাখা হয়েছে আইআইটি। আইআইএম, এইমস-কে। এই প্রতিষ্ঠানগুলিতেও বৈষমবিরোধী কার্যক্রম চালুর দাবি জানিয়েছে পলিট ব্যুরো।
‘সমতা কমিটি’ গঠন প্রতিষ্ঠানের প্রধানের সদিচ্ছার ওপর ছেড়ে দেওয়া যায় না, বলেছে পলিট ব্যুরো। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী প্রতিনিধিদের নিয়ে এমন কমিটি গড়ার দাবি জানিয়েছে। সমতা কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ জমা পড়লে ওমবাডসপারসন নিয়োগের ক্ষমতা হাতে রেখেছে ইউজিসি। পলিট ব্যুরো মনে করিয়েছে যে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে রাজ্যের আইনে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী এই প্রতিষ্ঠানগুলিতে ওমবাডসপারসন নিয়োগের দায়িত্ব রাজ্যের হাতে থাকা উচিত।
UGC Equity Regulations
ইউজিসি’র নির্দেশিকা: জাত-বৈষম্য ছড়াচ্ছে আরএসএস, কড়া ব্যবস্থার দাবি পলিট ব্যুরোর
×
Comments :0