Indian-Origin Man Shot Dead

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক

আন্তর্জাতিক

কানাডায় ২৮ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত যুবককে গুলি করে খুনের অভিযোগ। ঘটনাটি ২২ জানুয়ারিতে ঘটেছে। রিববার এই ঘটনার বিস্তারিত তথ্য সামনে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম দিলরাজ সিং গিল (২৮)। তিনি ভ্যাঙ্কুভারের বাসিন্দা। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান গ্যাং ওয়ারেই তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে ভারতীয় বংশোদ্ভূত ওই ব্যক্তির খুনের সঙ্গে একটি গ্যাং ওয়ারের যোগসূত্র রয়েছে। গিল পুলিশের পরিচিত ছিল। তার বিরুদ্ধে এর আগেও মাদক, অস্ত্র পাচারের মতো বেশ কয়েকটি মামলা ছিল। তাই সন্দেহ করা হচ্ছে যে তাকে একটি গ্যাং ওয়ারে হুলি করে খুন করা হয়েছে।
২২ জানুয়ারি বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পুলিশ বার্নাবির কানাডা ওয়ের কাছে গুলি চালানোর খবর পায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজন যুবকে পড়ে থাকতে দেখতে পায়। তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও বাঁচানো যায়নি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা। ঘটনার কিছুক্ষন পর পুলিশ বাক্সটন স্ট্রিটের কাছে একটি জ্বলন্ত গাড়ি দেখতে পায়। পুলিশ তদন্ত করছে গুলি চালানোর সঙ্গে এই গাড়ির সঙ্গে সম্পর্কিত কিনা। পুলিশের অনুমান গিলকে খুন করতে এই গাড়িতে করেই দুষ্কৃতীরা এসেছিলেন। পুলিশ জানিয়েছে তদন্তকারীরা বিশ্বাস করেন ঘটনাটি লক্ষ্য করে গুলিবর্ষণ ছিল। কারণ গিল পুলিশের কাছে একজন পরিচিত ব্যক্তি ছিলেন। ঘটনাটি পূর্বপরিকল্পিত চিল। আইএইচআইটির সার্জেন্ট ফ্রিডা ফং বলেন,  ‘‘পাবলিক প্লেসে গুলি চালানো একটি অত্যন্ত বিরক্তিকর ঘটনা শুধু পুলিশের জন্যই নয়, জনসাধারণের জন্যও। এই মামলা এগিয়ে নিতে এবং অপরাধীদের গ্রেপ্তারের অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। পুলিশ তথ্য প্রমাণ সংগ্রহ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে।’’

Comments :0

Login to leave a comment