পুরানো শত্রুতার জেরে এসআইআর'র শুনানি যাওয়ার পথে পলাতক অভিযুক্তকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শ্যামপুর থানা এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম সেখ আসগার(৬২)। তিনি শ্যামপুরের ডিহিমন্ডল ঘাট এলাকার বাসিন্দা। ঘটনায় মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে ৭ জনের নামে শ্যামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের উলুবেড়িয়া শরৎচন্দ্র গভারমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত সেখ আসগরের নামে একটি মামলা চলছিল। যে এই ঘটনায় পলাতক ছিল। সূত্রে জানা গেছে, সে উলুবেড়িয়া থানার কুলগাছিয়া এলাকায় থাকছিল। ঘটনার পর থেকেই আসগর শ্যামপুর থেকে পালিয়ে কুলগাছিয়ায় থাকছিল। ইতিমধ্যেই সে এসআইআর'র শুনানিতে ডাক পায়। সেই মতো সে এদিন শুনানিতে উপস্থিত থাকার জন্য বরদাবার পঞ্চায়েত অফিসের উদ্দেশ্যে যাচ্ছিল। অভিযোগ, যাওয়ার পথে বেলা ১ টা নাগাদ সেখ সাদ্দাম, সেখ সাবির সহ বেশ কয়েকজন সেখ আসগরকে শুনানি কেন্দ্রের আগে থেকে তুলে নিয়ে গিয়ে ডিহিমন্ডলঘাট পূর্ব পাড়ায় যায়। সেখানে গিয়ে ব্যাপক মারধর করে। পরে শ্যামপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় সেখ আসগরকে উদ্ধার করে। শ্যামপুরের ঝুমঝুমি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাকে শ্যামপুর থানায় নিয়ে যায়। পরিবারের অভিযোগ, রাতে শ্যামপুর থানা থেকে তাদের খবর দেওয়া হয় আসগর অসুস্থ হয়ে পড়ায় তাকে কমলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আমরা হাসপাতালে গেলে আসগরকে মৃত দেখতে পাই। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল জানান, মৃত ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলার জেরে শ্যামপুর থানায় একটি মামলা ছিল। সেই পুরোনো শত্রুতার জেরে এই ঘটনা। ইতিমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
Beating To Death
পিটিয়ে খুনের অভিযোগে শ্যামপুরে গ্রেপ্তার ৫
×
Comments :0