Nazirabad Fire

নাজিরাবাদের ঘটনায় সিআইটিইউ'র ধিক্কার মিছিল

রাজ্য জেলা

অনিল কুণ্ডু : নাজিরাবাদ

নাজিরাবাদের গুদামে বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনায় ভস্মীভূত গুদামের ধ্বংসস্তুপ থেকে মোট  ১৯ জনের দগ্ধ দেহের কঙ্কাল উদ্ধার হয়েছে। বুধবার ৩ জনের দেহাংশ উদ্ধার করেন দমকল কর্মীরা। নিখোঁজদের তালিকায় রয়েছেন ২৬ জন। নরেন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। এখনো পর্যন্ত উদ্ধার হওয়া দেহগুলি শনাক্ত করা যায়নি। মৃত শ্রমিকদের দেহাংশ কাউকেই দেখানো হয়নি বলে নরেন্দ্রপুর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্বজন হারানো শোকস্তব্ধ মানুষেরা। বুধবার বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, ধ্বংসস্তুপ থেকে খাবারের প্যাকেটে মৃতদের দেহাংশ পাচার করা হয়েছে। স্বজন হারানোর শোক আর একদিকে দগ্ধ দেহাংশ পাচারের অভিযোগ তুলে কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন মৃত ও নিখোঁজ শ্রমিকদের পরিবার পরিজনেরা। উদ্ধার করা দগ্ধ দেহাংশ শনাক্ত করতে বুধবার মৃত ও নিখোঁজদের পরিবার পরিজনদের বারুইপুর হাসপাতালে ডিএনএ পরীক্ষা করা হয় বলে জানা গিয়েছে। 
এদিকে নাজিরাবাদে বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনায় ভস্মীভূত গোডাউনের মালিক গঙ্গাধর দাসকে মঙ্গলবার রাতেই পুলিশ গ্রেপ্তার করে। নরেন্দ্রপুরের এলাচি এলাকা থেকে ধৃত গঙ্গাধর দাসকে বুধবার বারুইপুর আদালতে পুলিশ হাজির করে। ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ধৃত গুদামের মালিককে পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর আদালত।  
নাজিরাবাদের ঘটনায় মোট ৩টি মামলা রুজু করা হয়েছে। দমকল বিভাগ ছাড়াও পুলিশ স্বতপ্রণোদিত মামলা রুজু করেছে। অপরটি মৃত ও নিখোঁজ শ্রমিকদের পরিবার পরিজনদের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করেছে বলে জানা গিয়েছে। ভস্মীভূত ‘ওয়াও মোমো’ কারখানার গুদাম ও ডেকরেটর্সের গুদামের মালিক গঙ্গাধর দাস। ওয়াও মোমো কারখানার গুদামটি তিনি ভাড়া দিয়েছিলেন। পুলিশি জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন তিনি। প্রায় ১৩ বছর আগে তিনি নাজিরাবাদে গোডাউন নির্মাণ করে ব্যবসা শুরু করেন। ধৃত গোডাউনের মালিকের স্বীকারোক্তিতেই পরিস্কার রাজ্যে তৃণমূল সরকারের সময়কালেই এই গুদাম দুটি নির্মাণ করা হয়েছিল। জলাভূমি ভরাট করেই বেআইনিভাবে এই গোডাউন নির্মাণের অভিযোগ তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। অগ্নিনির্বাপণ থেকে শ্রমিকদের সুরক্ষা, নিরাপত্তায় কোন ব্যবস্থাই মানা হয়নি বলে গোডাউনের মালিকের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন তাঁরা। এদিন বারুইপুর আদালতে ধৃতকে পুলিশ নিয়ে আসলে সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তরে মুখ খোলেন নি তিনি। 
নাজিরাবাদে বিধ্বংসী আগুনে মৃতদের পরিবারকে সরকারি আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি মৃত শ্রমিকদের পরিবারের ১ জনের সরকারি চাকরি দেওয়ার দাবি তুলেছেন সিপিআই(এম) দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক রতন বাগচী। বুধবার সাংবাদিকদের এক প্রতিক্রীয়ায় তিনি নাজিরাবাদ এলাকায় জলাভূমি ভরাটের উল্লেখ করে বলেছেন, তৃণমূল নেতাদের মদতেই বেআইনিভাবে নির্বিচারে জলাশয় ভরাট হয়েছে। কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত, বেআইনি নির্মাণ ও জলাশয় ভরাটে যুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। রতন বাগচী বলেন, মর্মান্তিক ঘটনা। এতো শ্রমিকের প্রাণ চলে গিয়েছে। গুদামের বাইরে থেকে তালাবন্ধ থাকায় জতুগৃহে প্রাণ দিতে হল। কেন গুদাম বাইরে থেকে তালাবন্ধ করে রাখা হয়েছিল তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির ব্যবস্থা করার দাবি জানান তিনি।   
এদিন নাজিরাবাদের দুর্ঘটনাস্থলে মিছিল করে আসেন সিআইটিইউ রাজ্য সভাপতি অনাদি সাহু, সিআইটিইউ নেতা রতন বাগচী, অলকেশ দাস, মধুজা সেনরায়, তুষার ঘোষসহ রাজ্য ও দক্ষিণ ২৪ পরগনা জেলার সিআইটিইউ ও অন্যান্য গণসংগঠনের নেতৃত্বরা। মর্মান্তিক এই ঘটনার প্রতিবাদে আনন্দপুরের মুন্ডাপাড়া থেকে ধিক্কার মিছিল করে তাঁরা ঘটনাস্থলে আসেন।    
অনাদি সাহু বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দাবি করে সাংবাদিকদের বলেন, এতো শ্রমিকের মৃত্যু! নরমেধ যজ্ঞ হয়েছে। প্রাক্তন বিচারপতিকে দিয়ে ঘটনার তদন্ত করতে হবে। মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ও পরিবারের একজনের সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে। এখনো  ২৯ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি অভিযোগ করে বলেন, বে‌আইনিভাবে এই গুদাম নির্মাণ করা হয়েছে। গুদামে আধুনিক নির্বাপণ ব্যবস্থা ছিল না। দুর্ঘটনা ঘটলে মানুষের বেরনোর ব্যবস্থাও ছিল না। একটা দরজা। বাইরে থেকে তালা বন্ধ করা হয়েছিল। ভবিষ্যতে যাতে এরকম ধরণের কোন ঘটনা না ঘটে তাঁর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। প্রশাসনের উদ্দেশ্যে তিনি দাবি করে বলেন, যাদের ক্ষতি হয়েছে তাঁদের সরকারি ২৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ছাড়াও পরিবার পিছু একজনের সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে। রাজ্যে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে। শ্রমিকদের কোন নিরাপত্তা নেই। বেআইনি নির্মাণ বন্ধ করতে ও কারখানা, গোডাউনে শ্রমিকের সুরক্ষা, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান তিনি।

Comments :0

Login to leave a comment