Mirpur Stadium

খেলা বন্ধে মিরপুর স্টেডিয়াম ভাঙচুর, অর্থ কমিটি থেকে বাদ নাজমুল

খেলা

ঢাকার মিরপুরে স্টেডিয়ামের বাইরে ভাঙচুরের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার। ক্রিকেটারদের বয়কটের কারণে এদিন বাংলাদেশ প্রিমিয়ার লীগের ম্যাচ বন্ধ হয়ে যায়। বিপিএলের সূচি অনুযায়ী বৃহস্পতিবার দুপুর একটায় চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হওয়ার কথা ছিল রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ক্রিকেটাররা ম্যাচ বয়কট করলে টসই হয়নি। এমনকি ক্রিকেটাররা মাঠেই যাননি। ফলে স্টেডিয়ামের ভেতরে থাকা দর্শক ও স্টেডিয়ামের বাহিরে থাকা দর্শক-জনতার মধ্যে দেখা যায় চরম উত্তেজনা। তবে শুধু উত্তেজনার মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ থাকেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কিছু মানুষ স্টেডিয়ামের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। পরে স্টেডিয়ামের সামনে বিসিবির বিভিন্ন দপ্তরে ভাঙচুর চালানো হয়। বিপিএলের বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হয় এবং স্টেডিয়ামের ভেতরে ইট-পাটকেল ছোঁড়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে সেনাবাহিনীর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্টেডিয়ামের আশপাশে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়।
বুধবার বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে অবমাননাকর মন্তব্য করায় রাতেই বিপিএলসহ সব ধরণের ক্রিকেট বয়কটের ডাক দেয় ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। তারপর বিসিবি নানাভাবে সমঝোতা করার চেষ্টা করলেও লাভ হয়নি। বরং দুপুর আড়াইটায় আরেক দফা সংবাদ সম্মেলন করে কোয়াব জানিয়ে দেয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে নামবেন না ক্রিকেটাররা। এর কিছুক্ষণ পরই  বিসিবি প্রেস রিলিজে জানায়, নাজমুলকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। যদিও কোয়াবের দাবি ছিল নাজমুল বোর্ড থেকে সরিয়ে দেওয়া। ক্রিকেটারদের অনড় দাবিতে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি দিয়েছে বিসিবি।
এদিন এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘‘সংবিধানের অনুচ্ছেদ ৩১ অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।’’
বিবৃতিতে আরও বলা হয়েছে,‘‘ক্রিকেটারদের স্বার্থই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বোর্ড তাদের সকল খেলোয়াড়ের সম্মান ও মর্যাদা রক্ষায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বিসিবি আশা করছে এই চ্যালেঞ্জিং সময়ে সকল ক্রিকেটার পেশাদারিত্ব ও নিষ্ঠার সর্বোচ্চ মান বজায় রেখে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে অবদান রাখবেন এবং বিপিএল খেলবেন।’’
এদিন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল। তবে তা শুরুর আগেই বড় অনিশ্চয়তায় পড়ে। পরে বিপিএলের ম্যাচও শুরু হয়নি ঠিক সময়ে। দুপুরে জরুরি অনলাইন সভা শেষে বিসিবি জানায়, খেলোয়াড়েরা মাঠে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হবে বিপিএল।

Comments :0

Login to leave a comment