৩২ ঘন্টা পার এখনও পর্যন্ত ধীক ধীক করে আগুন জ্বলছে নাজিরাবাদের গুদামে। রবিবার গভীর রাতে নাজিরাবাদের দুটি গুদামে আগুন লাগে। প্রথমে একটি গুদামে আগুন লাগে সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের গুদামে। সেখানে মজুত করা ছিল ডেকরেটসরের বিভিন্ন জিনস। মুহুর্তের মধ্যে আগুন ভয়ঙ্কর চেহারা নেয়। দমকল এবং পুলিশ সূত্রে খবর এখনও পর্যন্ত আট জনের মৃত্যু নিশ্চিত করা গিয়েছে। ১৮ জনের কোন খবর এখনও পাওয়া যায়নি। আগুন কিছুটা নেভানোর পর গুদামের ভিতর ভয়ঙ্কর ছবি ধরা পড়ে। মানুষে পেড়া হার পড়ে রয়েছে বিভিন্ন জায়গায়। ছাইয়ের মধ্যে থেকে হারের টুকরো পাওয়া গিয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে ফরেন্সিক দলের সদস্যরা।
স্থানীয় বাসিন্দাদের দাবি সোনারপুর উত্তর বিধানসভার এই এলাকায় গত কয়েক বছর ধরে বেআইনি ভাবে জলাভূমি ভরাট করা হয়েছে। এলাকাবাসীদের দাবি ভেড়ি বুজিয়ে তৈরি করা হয়েছে এই দুটি গুদাম। এই গুদামের মালিকদের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিশ। কী ভাবে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এই দুই গুদামে বহু কর্মী থাকতেন। তাদের খোঁজে গতকাল থেকে পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবারের সদস্যরা।
রবিবার রাত দেড়টায় আচমকাই আগুন লাগে একটি ডেকরেটার্স সংস্থার গুদামে। গুদামের গা ঘেঁষেই ছিল মোমো তৈরির কারখানা। মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে সেখানে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। স্থানীয় বাসিন্দারাও সেই কাজে হাত লাগায়। কিন্তু পরিস্থিতি কোন ভাবে নিয়ন্ত্রণে আনা যায়নি।
দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে গোডাউনে কোনও অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না। মঙ্গলবার দমকলমন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে যান। তাকে ঘিরে মানুষ বিক্ষোভ দেখান। তার কথায়, ‘প্রচুর জায়গায় প্রচুর কারখানা রয়েছে। অনেকে লাইসেন্স নিয়ে করছেন, অনেকে বেআইনিভাবে করছেন। এখনই বলতে পারব না, ওদের কাছে কী কাগজপত্র ছিল।’
Fire Anandapur
নাজিরাবাদের অগ্নিকাণ্ডে এখনও খোঁজ নেই ১৮ জনের
×
Comments :0