‘উন্নয়ন ও অধোগমন: কেরালা ও বাংলা’ বই প্রকাশ হলো বইমেলায়। এনবিএ প্রকাশিত এই বইয়ের লেখক সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সূর্য মিশ্র। বইয়ের ভূমিকাও লিখেছেন তিনি। বই প্রকাশ অনুষ্ঠানে ছিলেন এনবিএ’র ডিরেক্টর অনিরুদ্ধ চক্রবর্তী।
বই প্রকাশ অনুষ্ঠানে সুজন চক্রবর্তী বলেন, বাংলাকে বিভাজন করেছিল ব্রিটিশ। আর উগ্র হিন্দুত্ববাদী শ্যামাপ্রসাদ মুখার্জিরা তাকে সহায়তা করেছিল। সেই অধোগমন থেকে বাংলা বেরিয়ে আসতে শুরু করে ১৯৭৭ সালে রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর। বামপন্থী বিকল্পের ধারণা নিয়ে এগিয়েছিল সরকার। আর সেই বাংলা ২০১১’র পর, তৃণমূল সরকারে আসীন হওয়ার সময় থেকে ধ্বংসের পথে চলেছে। শিক্ষা থেকে শিল্প বা কৃষি, পরিকাঠামো এক ছবি।
তিনি বলেন, আর উলটোদিকে কেরালায় পরপর দু’বার নির্বাচিত বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার কেরালাকে কিভাবে একই সময় পর্বে এগিয়ে নিয়েছে সেটিও দেখার। আন্তর্জাতিক স্তরে সমীহ করার মতো সূচক। এই দুই বিপরীত ছবি তথ্য সহ রাখা হয়েছে বইয়ে।
Book on Kerala and Bengal
কেরালা ও বাংলার বিপরীত ছবি কেন, খতিয়ান নিয়ে প্রকাশ বই
×
Comments :0