Ajit Pawar

অজিত পাওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী, খাড়গের

জাতীয়

বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। 
এক্সহ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘অজিত পাওয়ার মানুষের নেতা ছিলেন। মানুষের সাথে তার প্রতিদিন যোগাযোগ ছিল। প্রশাসনিক কাজে তাঁর দক্ষতা ছিল চোখে পড়ার মতো। মহারাষ্ট্রের উন্নতির জন্য প্রতিনিয়ত তিনি চেষ্টা চালিয়ে গিয়েছেন। তাঁর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
শোক প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি লিখেছেন, ‘অজিত পাওয়ারের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
মুম্বাই থেকে বারামতি যাওয়ার পথে বুধবার সকালে ৮:৪৮ মিনিট নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে অজিত পাওয়ার বিমান। অজিত পাওয়ার এবং পাইলট সহ বিমানে থাকা পাঁচজনের মৃত্যু হয়েছে। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে অজিত রাজনৈতিক সভায় যোগ দেওয়ার জন্য বারামতি যাচ্ছিলেন। 
জানা গিয়েছে বিমানটি ভিএসআর নামের একটি সংস্থা দ্বারা পরিচালিত হচ্ছিল এবং এটি ছিল একটি লিয়ারজেট ৪৫। একই মডেলের একটি বিমান ২০২৩ সালের সেপ্টেম্বরে মুম্বাইতে দুর্ঘটনার কবলে পড়েছিল। ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি সকাল ৮টা ১০ মিনিটে মুম্বাই থেকে ওড়া শুরু করে এবং সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। ফ্লাইটরাডার ২৪ জানিয়েছে যে বিমানটি দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করার সময় দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ সুপার সন্দীপ সিং গিল জানান, দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। তিনি বলেন, ‘বিমানে থাকা ব্যক্তিদের তাৎক্ষণিক ভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
অজিত পাওয়ার মৃত্যুর খবর পেয়ে দিল্লি থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কাকা শরদ পাওয়ার এবং বোন তথা এনসিপি (শরদ পাওয়ার) সাংসদ সুপ্রিয়া শুলে। ২০২৩ সালে এনসিপি ছেড়ে বেরিয়ে আসেন অজিত পাওয়ার সহ একাধিক নেতা। একনাথ শিন্ডের শিবসেনা এবং বিজেপির সাথে জোট করে অজিত পাওয়ার। লোকসভা নির্বাচনে এবং বিধানসভা বিজেপি এবং একনাথের শিবসেনার সাথে জোট করে লড়াই করেন অজিত পাওয়ার। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হিসাবে একাধিক বার দায়িত্ব পালন করেছেন তিনি। চারজন মুখ্যমন্ত্রীর অধীনে তিনি উপ-মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করেছেন তিনি। পৃথ্বীরাজ চৌহান, একনাথ শিন্ডে, উদ্ধব থ্যাকারে এবং দেবেন্দ্র ফড়নবিশ সরকারের উপ-মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করেছেন তিনি।

Comments :0

Login to leave a comment