Assembly session

পিছিয়ে যাচ্ছে বিধানসভার অধিবেশন

রাজ্য

মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের জন্য পিছিয়ে গেলো রাজ্য বিধানসভার অধিবেশন। সূত্রের খবর ৩ ফেব্রুয়ারি শুরু হতে পারে বিধানসভার অধিবেশন। 
বিধানসভার পক্ষ থেকে জানানো হয়েছিল, ৩১ জানুয়ারি অধিবেশন শুরু হবে এবং ২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট (সাপ্লিমেন্টারি) পেশ করা হবে। কিন্তু সেই সূচি কার্যত ভেস্তে গিয়েছে। ৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেট অর্থাৎ ভোট অন অ্যাকাউন্ট পেশ হতে পারে বলে জানা গিয়েছে। যদিও সরকারিভাবে এখনও কিছু ঘোষণা হয়নি। নতুন সূচি অনুযায়ী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অধিবেশন।

জানা গিয়েছে এসআইআরের বিরোধীতায় দিল্লি যাচ্ছেন মমতা। এছাড়া তার একাধিক দলীয় কর্মসূচি রয়েছে। সেই সব কথা মাথায় রেখে বিধানসভার অধিবেশন পিছিয়ে দেওয়া হবে। 

Comments :0

Login to leave a comment