Rally Birsinh

'সংবিধান বাঁচাও' স্লোগানে বীরসিংহ থেকে ঐতিহ্য যাত্রা

রাজ্য জেলা

ছাত্র যুব বাইক মিছিল বীরসিংহ থেকে। ছবি: চিন্ময় কর

সাংবিধানিক অধিকার রক্ষার আপোষহীন লড়াইয়ের বার্তায় বর্ণপরিচয় এর স্রষ্টা, নারী শিক্ষা, নারী মুক্তি সহ ধর্মান্ধতা কুসংস্কার  বিরোধী আন্দোলন সহ বাংলার নবজাগরণ রূপকারদের মধ্যে অন্যতম ব্যাক্তিত্ব পডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্ম ভিটে বীরসিংহ থেকে স্বাধীনতা আন্দোলনের নানান পর্বে ঐতিহাসিক  স্থান  নীল বিদ্রোহ ও চুয়াড় বিদ্রোহের গড় চন্দ্রকোনা থানার ফাঁসিডাঙ্গা, যে জঙ্গলে ১৬ জন কৃষককে কুয়োর মধ্যে ফাঁসি দিয়ে কৃষক বিদ্রোহ দমন করতে অত্যাচার চালিয়ে  ছিলো ব্রিটিশ পুলিশ, সেই স্থান পর্যন্ত ৪৫ কিমি পথে এসএফআই, ডিওয়াইএফ আই পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির ডাকে ঐতিহ্য যাত্রা সংগঠিত হয়।
এক হাতে  দেশের সংবিধান অন্য হাতে স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র এর পতাকা, সবার জন্য শিক্ষা, সবার হাতে কাজের দাবী, স্বাধীনতা আন্দোলনে শহিদদের স্বপ্ন স্বনির্ভর ভারত, সম্প্রীতির ভারত গড়ে তোলার লড়াইয়ের আহ্বান জানিয়ে এই ঐতিহ্য যাত্রা সংগঠিত হয়।

Comments :0

Login to leave a comment