Jalpaiguri

১২ ফেব্রুয়ারির ধর্মঘটে যোগদানের আহবান জলপাইগুড়ির কর্মসূচিতে

জেলা

যথাযোগ্য মর্যাদায় সাধারণ তন্ত্র দিবস উদযাপিত হচ্ছে গোটা দেশে।   জলপাইগুড়িতে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বামপন্থী দলসমূহ ডাকে মানববন্ধন কর্মসূচি ও সংবিধানের শপথবাক্য পাঠ ও আজকের দিনে ভারতবর্ষের বিভেদকামী শক্তিকে রুখতে বামপন্থীদের ভূমিকা প্রসঙ্গে আলোচনা তুলে ধরা হয় বামপন্থী দলসমূহ পক্ষ থেকে।
সভাপতিত্ব করেন বৃহত্তর বাম ঐক্যের আহ্বায়ক সলিল আচার্য, আলোচনা করেন সিপিআই(এম) জেলা সম্পাদক পীযূষ মিশ্র, সিপিআই (এম এল) এর পক্ষে মুকুল চক্রবর্তী, সারা ভারত ফরোয়ার্ড ব্লকের পক্ষে অমল গোস্বামী, সিপিআই)এম) রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য জিয়াউল আলম এরপর উপস্থিত সকলে হাতে হাত ধরে মানব বন্ধন করে কদমতলা মোড়ের দুই দিকে ছড়িয়ে পরেন।
সংবিধানের প্রস্তাবনা শপথ বাক্য পাঠ কর্মসূচিতে স্বাধীনতা আন্দোলনের সময় আরএসএসেরই ব্রিটিশ তাঁবেদারির কথা স্মরণ করিয়ে বক্তব্য রাখেন বর্ষীয়ান সিপিআই-এমএল নেতা প্রদীপ গোস্বামী। নেতৃবৃন্দ বলেন ভারতের সংবিধানের বর্ণিত শ্রমিকের অধিকার শ্রমজীবী মানুষের অধিকার সহ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চাইছে আরএসএস’র রাজনৈতিক দল বিজেপি। সমানতালে এ রাজ্যের বুকে শাসক দল তৃণমূল তাদের সাথে সমঝোতা করে চলেছে। বামপন্থীরাই পারে শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে লড়তে। 
শ্রম কোড বাতিলের দাবিতে আগামী ১২  ফেব্রুয়ারি দেশে সাধারণ ধর্মঘট ও রাজ্যের বুকে শিল্প ধর্মঘটে সমস্ত অংশের মানুষকে শামিল হওয়ার আহ্বান জানার নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment