পিকনিক থেকে ফেরার পথে পাহাড়ি রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা। বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ ফুট গভীর খাদে পড়ে গেল একটি ছোট গাড়ি। গাড়িতে থাকা পাঁচজনই আহত হয়েছেন। দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে যায়।
সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পাপড়ক্ষেতি পিকনিক স্পট সংলগ্ন পাহাড়ি রাস্তায়। জানা গেছে, ধূপগুড়ি মহকুমা এলাকা থেকে পাঁচজন মিলে পিকনিকে গিয়েছিলেন। পিকনিক শেষে ফেরার সময় পাহাড়ি রাস্তায় একটি বাঁকে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
গাড়িতে থাকা পাঁচজনেরই বাড়ি ধূপগুড়ি মহকুমায়। আহতদের মধ্যে দু’জনের বাড়ি ধূপগুড়ি শহরের ১৬ নম্বর ওয়ার্ডের শরৎপল্লী এলাকায়, একজনের বাড়ি ৭ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম পল্লীতে। বাকি দু’জনের বাড়ি গিলান্ডী ও মোরঙা এলাকায় বলে জানা গেছে।
দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খাদ থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে। পুলিশ গাড়িটি আটক করেছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
Accident in Dhupgurdi
পিকনিক থেকে ফেরার পথে খাদে গাড়ি পড়ে জখম পাঁচ
×
Comments :0