অন্যকথা
মুক্তধারা
-----------------------------------------------
প্রজাতন্ত্র দিবস : ভাবনা ও বাস্তবতা
-----------------------------------------------
গাজেনফার ইমাম
প্রজাতন্ত্র দিবস ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় উৎসব, যা প্রতি বছর ২৬শে জানুয়ারি উদযাপন করা হয়। ১৯৫০ সালের এই দিনে ভারতের সংবিধান কার্যকর হয় এবং দেশ একটি সার্বভৌম, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। এই দিনটি আমরা উদযাপন করি কারণ সংবিধানই আমাদের দেশের শাসনব্যবস্থার মূল ভিত্তি এবং নাগরিক হিসেবে আমাদের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করে।
এই ঐতিহাসিক দিনের পেছনে বহু মহান মানুষের অবদান রয়েছে। ড. রাজেন্দ্র প্রসাদ, ড. বি. আর. আম্বেদকর, জওহরলাল নেহরু, সরদার বল্লভভাই প্যাটেলসহ বহু নেতা ও স্বাধীনতা সংগ্রামীর অক্লান্ত পরিশ্রমে ভারতের সংবিধান রচিত হয়। তাঁদের লক্ষ্য ছিল এমন একটি দেশ গড়ে তোলা, যেখানে সব নাগরিক সমান অধিকার ও মর্যাদা পাবে।
কিন্তু প্রশ্ন থেকে যায়—আমরা কি সত্যিই প্রজাতন্ত্রের আদর্শ আমাদের দৈনন্দিন জীবনে মেনে চলি? আমরা কি আইন মানি, অন্যের মতামতকে সম্মান করি এবং বৈষম্য ছাড়া সকলের সঙ্গে সমান আচরণ করি? প্রজাতন্ত্র দিবস কেবল একটি আনুষ্ঠানিক উৎসব নয়, এটি আমাদের আত্মপর্যালোচনার দিন। সংবিধানের মূল্যবোধ যদি আমরা রোজকার জীবনে অনুসরণ করতে পারি, তবেই প্রজাতন্ত্র দিবসের প্রকৃত তাৎপর্য পূর্ণতা পাবে।
একাদশ শ্রেণী, কল্যাণনগর বিদ্যাপীঠ খড়দহ উত্তর ২৪ পরগনা, বন্দিপুর ঠাকুর কলোনী রহড়া খড়দহ। কলকাতা -৭০০১১৯
Comments :0