Nasik Mumbai March

এবার নাসিক-মুম্বাই পদযাত্রায় ৪০ হাজার কৃষিজীবী

জাতীয়

নাসিক থেকে মুম্বাইয়ের পথে বিশাল পদযাত্রা।

পালঘরে জয়ী হয়েছে কৃষক, খেতমজুর, আদিবাসী জনতার লড়াই। দাবি মানতে হয়েছে জেলা প্রশাসনকে। এবার নাসিক থেকে প্রায় ৪০ হাজার মেহনতি জনতার মিছিল। মুম্বাই অভিমুখে এই মিছিল সরব রয়েছে স্লোগানে, গানে, দাবিতে। 
সিপিআই(এম)’র ডাকে এই মিছিলে গুরুত্বপূর্ণ সংখ্যায় রয়েছেন কৃষকরা। 
সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটি দেশের সব প্রান্তে কৃষিজীবী এবং শ্রমজীবী জনতাকে সংগঠিত করে জনবিরোধী নীতির প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছে। আরেকদিকে বিভাজনের রাজনীতিকে প্রতিহত করার ডাক দিয়েছে।


সারা ভারত কৃষকসভার সাধারণ সম্পাদক এবং সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য বিজু কৃষ্ণন বলেছেন, নরেন্দ্র মোদীর সরকার লাগাতার কৃষিজীবী এবং শ্রমজীবীর ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। কৃষিকে ধ্বংস করা হচ্ছে। কৃষিক্ষেত্রকে দেশি-বিদেশি কর্পোরেটের কবজায় তুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। শোচনীয় অবস্থা কৃষিজীবী বিপুল অংশের মানুষের। একশো দিনের কাজের আইন বাতিল করা হয়েছে।
নাসিক থেকে মুম্বাই পদযাত্রায় অংশ নিচ্ছেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য অশোক ধাওলে সহ নেতৃবৃন্দ।  
এর আগে চারোটি থেকে পালঘর পদযাত্রায় দাবি ছিল, চাষ যাঁরা করছেন তাঁদের জমির অধিকার দিতে হবে। কৃষকদের জমির অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। স্মার্ট মিটার বাতিল, বনাঞ্চলে জমির অধিকার আইনের প্রয়োগের মতো দাবি নিয়েও সরব হয় মিছিল। 
গত ২২ জানুয়ারি জেলা শাসক বাধ্য হন আলোচনায় বসতে। প্রায় সাত ঘন্টা চলে আলোচনা। সময় বেঁধে দাবি পূরণের লিখিত আশ্বাস দেন জেলা শাসক।

Comments :0

Login to leave a comment