Madhusudan Dutta

মাইকেল মধুসূদন দত্তের জন্মদিবস পালিত রানিগঞ্জে

জেলা

ঊনবিংশ শতাব্দীর কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্তর জন্মদিবস যথাযথ মর্যাদায়  পালিত হল রানিগঞ্জে। রবিবার মাইকেল মধুসূদন দত্তের মূর্তির পাদদেশে মাল্যদান, আলোচনার মধ্য দিয়ে মাইকেল মধুসূদন দত্তর প্রতি শ্রদ্ধা জানানো করা হয়। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। বক্তব্য রাখেন পশ্চিম বর্ধমান জেলা কমিটির যুগ্ম সম্পাদক অনুপ মিত্র  রানিগঞ্জ অঞ্চলের সম্পাদক অভিজিৎ খাঁ, শিক্ষক দুলাল কর্মকার নাট্যকার মন্ময় কাঞ্জিলাল ও দেবীদাস ব্যানার্জি। 
বক্তারা বলেন, অন্ধতা ভেঙে এক আধুনিক মনের মানুষ হতে চেয়েছিলেন মধুসূদন। তার মধ্যে ছিল ব্যক্তিস্বাতন্ত্র্যবোধ ও গণতান্ত্রিক চেতনা। উনবিংশ শতাব্দীর এই কবি ও নাট্যকার ভাবতীয় সাহিত্যকে বিশ্ব সাহিত্যে মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন মুক্ত চিন্তা ও মুক্ত মনের মানুষ। তৎকালীন সামন্ততান্ত্রিক সমাজের ঘৃণ্য রূপকে ফুটিয়ে তুলেছিলেন "একেই কি বলে সভ্যতা" ও "বুড়ো শালিকের ঘাড়ে রো" এই দুটি প্রহসনের মধ্যে দিয়ে। আক্রমণ করেছিলেন জমিদার আর সামন্ত শ্রেণিকে। তাঁর সাহিত্য সৃষ্টিকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে।

Comments :0

Login to leave a comment