কলকাতা মেট্রোয় ফিরলো রিটার্ন টিকিটের ব্যবস্থা। পরীক্ষা মূলক ভাবে এই ব্যবস্থা ফের চালু করা হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। টোকেন টিকিট বন্ধ হয়ে যাওয়ার ফলে রিটার্ন ব্যবস্থা ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে। ১৫ বছর পর ফিরছে এই ব্যবস্থা।
কলকাতা মেট্রোয় একধিক লাইনে পরিষেবা চালু হবার পর যাত্রী সংখ্যা বেড়েছে। অফিস টাইমে যাত্রী সংখ্যা আরও বেশি থাকে। ভিড় হয় টিকিট কাউন্টার গুলোতেও। ফলে রিটার্ন টিকিট ফিরলে যাত্রীদের বার বার টিকিট কাউন্টারে লাইন দিতে হবে না। ২০১১ সালে আগস্ট মাস থেকে টোকেন টিকিট চালু হয় কলকাতা মেট্রোয়। তখন থেকেই উঠে যায় রিটার্ন টিকিটের ব্যবস্থা। বর্তমানে কিউ আর কোড যুক্ত কাগজের টিকিট ফিরে আসায় সুবিধা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ রিটার্ন টিকিটের ব্যবস্থা শনিবার থেকে ফের চালু করলো। টিকিট কাউন্টারে চাপও খানিকটা কমবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে পরীক্ষা মূলক চালু করা হলেও যদি রিটার্ন টিকিটের চাহিদা বাড়ে তখন পরিষেবা স্থায়ী করে দেওয়া হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Comments :0