রণদীপ মিত্র
লড়াকু মেজাজে জনজমায়েত হলো বীরভূমে। দুষ্কৃতী-দুর্নীতির শাসনের সঙ্গে ভোটাধিকার রক্ষার লড়াইয়ে সোচ্চার হয়েছে লালঝান্ডা কাঁধে জনতা।
সমাবেশে বক্তব্য রাখেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি, বীরভূম জেলা সম্পাদক গৌতম ঘোষ সহ নেতৃবৃন্দ। ছিলেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য রামচন্দ্র ডোম।
মহম্মদ সেলিম বলেন, বামফ্রন্ট সরকার গণতন্ত্রের সম্প্রসারণ করেছিল। আর আজ আপনারা দেখছেন বিজেপি এবং তৃণমূল আঘাত করছে গণতন্ত্রে। এসআইআর'র নামে যাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে।
সেলিম বলেন, সংবিধান মানছে না নির্বাচন কমিশন, আইন মানছে না। 'লজিক্যাল ডিস্ক্রেপ্যান্সির'র কথা বলছে। প্রথমে বলেছিলো ‘ম্যাপিং। সেখানে কিছু খুঁজে পেল না। এখন লাখ লাখ নোটিশ দিচ্ছে ‘লজিক্যাল ডিস্ক্রেপ্যান্সির'র নামে। ওদের বিডিও, এসডিও অফিসে এত জায়গা নেই। অত অফিসার।
সেলিম বলেন, আমরা বলেছি যাঁর মারা গিয়েছেন তাঁদের নাম বাতিল কর। কিন্তু জীবিতদের নিয়ে টানাটানি কেন করছ? যারা ভুয়ো ভোটার, অনেকদিন ধরে একটি জায়গায় থাকে না, অস্তিত্ব নেই তাদের নাম কাটো, সেদিকে নজর দিচ্ছে না।
সেলিম বলেন, যারা নোটিশ পাঠাচ্ছে, সেই বিডিও থেকে ঊর্ধ্বতন আধিকারিক পর্যন্ত, তৃণমূল এদের দলদাস বানিয়েছিল। তৃণমূলের মতো বিজেপিও নির্বাচন কমিশনকে দলদাস বানিয়েছে।
সেলিম বলেন, ৩৪ বছর বামফ্রন্ট সরকারের সময় আইনের শাসন ছিল। এই গুন্ডামি, মস্তানি ছিল না। আদিবাসী মেয়ে, স্কুল ছাত্রী, তার দেহের একটা অংশ পাওয়া গেছে আর একটা অংশ পাওয়া গেলো না। আমরা গেছিলাম ওর বাড়িতে। আমরা চাই বিচার হোক ঠিক মতো। পুলিশ যখন অপরাধীকে ধরল তখন তৃণমূলের নেতারা আগেভাগে গিয়ে অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে আসলো। অভয়া কান্ড, আনিস খানের ঘটনা তো জানেন এমন হাজার হাজার ধর্ষণ আর খুনের ঘটনা ঘটেছে,কিন্তু বিচার পাইনি। এই জন্য আমরা বলছি আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব।
মীনাক্ষী বলেন, মালদায় পুলিশ প্রশাসন অনুমতি দেয়নি। সড়কে হয়েছে জনসভা। আর বীরভূমে তৃণমূলের লোকেরা বলতো এখানে লালঝাণ্ডা টাঙাতে গেলে আমাদের পারমিশন নিতে হবে। আজ আমরা রামপুরহাটের মাঝমাঠে মাচা বেঁধেছি। তাই ওদের বলছি বীরভূমে লালঝান্ডা কারো পারমিশান নেবে না।
তিনি বলেন, গোটা রাজ্যে মেহনতি মানুষ জোট বাঁধছেন। যাঁরা মাঠে কাজ করেন, আশাকর্মী, আইসিডিএস কর্মী, সাফাইকর্মী, পরিযায়ী শ্রমিক- তাঁরা শপথ নিয়েছেন। লড়াই হবে চোখে চোখ রেখে সামনে সামনি।
মীনাক্ষীর আহ্বান, বিধানসভার ভেতর লালঝাণ্ডা ওড়াতে হবে। বিধানসভার ভোট পর্যন্ত এই লড়াই আমাদের প্রত্যেকদিন ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিতে হবে।
Comments :0