সরকারের তরফে দেওয়া ম্যাসেজে দেখা যাচ্ছে গ্রাহক ৫ কেজি চাল পাচ্ছেন। কিন্তু উপভোক্তার জুটছে ৪ কেজি চাল! খোদ শহর কলকাতার বুকে এমন রেশন দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে। কলকাতা কর্পোরেশনের অন্তর্গত জোকা এলাকার ১৪২, ১৪৩, ১৪৪ এই তিনটি ওয়ার্ডেই এই রেশন দুর্নীতির বিষয়টি সামনে এসেছে। এবিষয়ে এলাকার বাসিন্দারা একাধিকবার স্থানীয় তৃণমূলের পৌরপ্রতিনিধিদের জানানো হলেও বিষয়টি নিয়ে তারা মুখে কুলুপ এঁটে রয়েছেন।
জোকা এলাকায় বহু গরীব প্রান্তিক মানুষ রয়েছেন। যারা রেশনের খাদ্য সামগ্রীর ওপর অনেকটা নির্ভরশীল। সেই গরীব মানুষের প্রাপ্য রেশন সামগ্রী চুরির বিরুদ্ধে পথে নামলেন সিপিআই(এম)। রবিবার এনিয়ে জোকার বাখরাহাট এলাকার শ্রীচন্দা পল্লীতে গণস্বাক্ষর সংগ্রহ ও বিক্ষোভ সভা করেছে সিপিআই(এম)। উল্লেখ্য,দীর্ঘদিন ধরে জোকার এই তিনটি ওয়ার্ডে রেশন ব্যবস্থার দুর্নীতি চলছে। মানুষ তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। রেশন দোকানগুলিতে কার্ড অনুযায়ী বরাদ্দকৃত চাল ও অন্যান্য খাদ্যসামগ্রী পরিমাণের চেয়ে কম দেওয়া হচ্ছে। একজন মানুষ মাসে ৫ কেজি চাল পাওয়ার কথা। তার পরিবর্তে ৪ কেজি করে চাল দেওয়া হচ্ছে। অথচ মোবাইলে যখন ম্যাসেজ আসছে তখন দেখা যাচ্ছে ৫ কেজি চাল তার নামে বরাদ্দ হয়েছে। এলাকার সাধারণ মানুষ এই নিয়ে ডিলারের কাছে প্রশ্ন করলে ডিলার গ্রাহকদের কথায় আমল তো দিচ্ছে না উপরন্তু দুর্ব্যবহার করছে। গ্রাহকরা স্থানীয় পৌরপ্রতিনিধি থেকে সরকারি বিভিন্ন জায়গায় তাদের অভিযোগ জানাবার পরেও কোনও সমাধান হয়নি। এবিষয়ে অঞ্চলের তৃণমূলের জনপ্রতিনিধিরা মানুষের পক্ষে না দাঁড়িয়ে রেশন ডিলারদের স্বার্থে কাজ করে চলেছে বলেই এলাকার মানুষের অভিযোগ। এই পরিস্থিতিতে মানুষে যাতে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় এবং মানুষ যেন তাদের প্রাপ্য খাদ্য সামগ্রী পায় তার জন্য এদিন সিপিআই(এম) বেহালা পূর্ব- জোকা এরিয়া কমিটি গণস্বাক্ষর ও বিক্ষোভ সভা সংগঠিত করে। বিক্ষোভ সভায় এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে সিপিআই(এম) কলকাতা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কৌস্তভ চ্যাটার্জি বলেন, "আমরা হিন্দু, মুসলমান, কিংবা ভোট পাওয়ার রাজনীতি করতে এই বিক্ষোভ সংগঠিত করিনি। বামপন্থীরা সেটা কোনও দিন করেও না। মানুষের স্বার্থ, মানুষের জীবন জীবিকার প্রশ্নের রাজনীতি করে। সেই কারণেই যখন গরীবের হকের প্রাপ্য চুরি লুট হচ্ছে। ডিলারদের সঙ্গে তৃণমূলের নেতাদের বোঝাপড়ার জন্য এধরনের দুর্নীতি চলছে, তার বিরুদ্ধে মানুষকে নিয়ে আমাদের এই প্রতিবাদ। এই রেশন সামগ্রী যারা পান তারা তৃণমূল, বিজেপি এমনকি বামপন্থীদের সমর্থন করেন। কিন্তু মোদ্দা কথা মানুষ বঞ্চিত হচ্ছেন। মানুষের হকের পাওনা লুট হচ্ছে। এই লুট বন্ধ করে মানুষকে তার সঠিক প্রাপ্য দিতে হবে। বহু জায়গা থেকেই এমন দুর্নীতির অভিযোগ আসছে। আমরা বলছি এসব চলবেনা। এসব বন্ধ করতে হবে। এনিয়ে আমরা বুথে বুথে মানুষের সঙ্গে যোগাযোগ করে মানুষকে সংগঠিত করে আরও বড় লড়াই আন্দোলনের পথে যাব।"
বিক্ষোভ সভায় এছাড়াও বক্তব্য রাখেন অমিত বিশ্বাস, অনুপ পাত্র, দেবাশীষ মজুমদার সহ সিপিআই(এম) নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন অমিত বিশ্বাস।
Protests against ration corruption
৫ কেজি চালের বদলে মিলছে ৪ কেজি, রেশন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা জোকায়
×
Comments :0