Maldah Left

মালদহে শপথ গ্রহণ বামফ্রন্ট কর্মীদের

জেলা

শহরের ফোয়ারা মোড়ে মানব বন্ধন ও শপথ গ্রহণ কর্মসূচি। ছবি: উৎপল মজুমদার

দেশের ৭৭তম সাধারণতন্ত্র দিবসকে সামনে রেখে রাজ্য বামফ্রন্টের কর্মসূচিকে সামনে রেখে মালদহেও জেলা বামফ্রন্টের উদ্যোগে সোমবার মালদহ শহরে ও জেলার ব্লক বামফ্রন্টের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, বক্তব্য ও দেশের সংবিধান রক্ষার শপথ গ্রহণের মধ্য দিয়ে দিনটি মর্যাদার সাথে পালিত হয়।
এদিন মালদহ শহরের ফোয়ারা মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় জেলা বামফ্রন্টের উদ্যোগে। শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলার প্রবীণ পার্টি সদস্য বিদ্যুত বিশ্বাস। এরপর সংক্ষিপ্ত সভা হয় ও যা পরিচালনা করেন জেলা আহ্বায়ক কৌশিক মিশ্র। বক্তব্য রাখেন সিপিআই নেতা তরুণ দাস, আর এস পি নেতা সর্বানন্দ পান্ডে, ফরওয়ার্ড ব্লক নেতা গৈপাল সিকদার ও সিপিআইএম নেতা অম্বর মিত্র। এরপর সকলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানব বন্ধন কর্মসূচির মধ্য দিয়ে সংবিধান রক্ষার শপথ গ্রহণ করেন। শপথ পাঠ করান কৌশিক মিশ্র। 
এদিন সকালে সিআইটিইউ‌ অনুমোদিত রথবাড়ি ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডেও দিনটি মর্যাদার সাথে পালিত হয়।এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট সমাজসেবী রামপ্রসাদ ঘোষ ও সিআইটিইউ-র পতাকা উত্তোলন করেন সিআইটিইউ নেতা নুরুল ইসলাম। দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে নেতৃত্ব বক্তব্য রাখেন। এছাড়া সংবিধান রক্ষার শপথ গ্রহণ করা হয়। শ্রদ্ধা জানান হয় প্রয়াত নেতা কর্মীদের।

 

Comments :0

Login to leave a comment